Sony আনছে নয়া Xperia Pro স্মার্টফোন, থাকবে তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর
জাপান ভিত্তিক জনপ্রিয় প্রযুক্তি সংস্থা সনি (Sony) চলতি মাসের শুরুতেই Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট দ্বারা চালিত Sony Xperia 5 IV ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। আর এবার এক টিপস্টার দাবি করেছেন যে, সংস্থাটি বর্তমানে একটি নতুন Xperia Pro স্মার্টফোনের ওপর কাজ করছে, যা শীঘ্রই বাজারে আসতে পারে। এই ফোনটি সম্ভবত গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া Sony Xperia Pro-I-এর উত্তরসূরি হবে। ক্যামেরা-কেন্দ্রিক এই সনি হ্যান্ডসেটে তিনটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে, তবে এগুলির সেন্সরের আকার এবং মডেল নম্বর আলাদা হতে পারে। প্রসঙ্গত, সনি সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা পেশাদার গেমারদের লক্ষ্য করে একটি নতুন এক্সপেরিয়া প্রোডাক্ট উন্মোচনের জন্য আগামী ১২ সেপ্টেম্বর একটি অনলাইন ইভেন্টের আয়োজন করতে চলেছে।
নতুন Sony Xperia Pro শীঘ্রই আসছে বাজারে
জিএসএমএরিনা (GSMArena)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো (Weibo)-এ এক টিপস্টার দাবি করেছেন যে, নতুন সনি এক্সপেরিয়া প্রো স্মার্টফোনটি তিনটি ৪৮ মেগাপিক্সেলের সেন্সর সহ আসতে পারে। প্রথমটি হতে পারে একটি সনি আইএমএক্স৯০৩ ১ ইঞ্চির সেন্সর, দ্বিতীয়টি হতে পারে সনি আইএমএক্স৮০৩ ১/১.৩ ইঞ্চির সেন্সর এবং তৃতীয়টি হতে পারে সনি আইএমএক্স৫৫৭ ১/১.৭ ইঞ্চির সেন্সরের উন্নত সংস্করণ৷ এগুলির মধ্যে একটিতে আবার এফ/১.২ থেকে এফ/৪.০ মাল্টিস্টেজ ভেরিয়েবল অ্যাপারচার থাকবে বলে জানা গেছে। তবে, ক্যামেরা সেন্সরের বিবরণ ছাড়া আসন্ন সনি এক্সপেরিয়া প্রো সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি তথ্য পাওয়া যায়নি। ফোনটিকে এক্সপেরিয়া প্রো-I মার্ক II বলা হতে পারে। এটি গত বছরের সনি এক্সপেরিয়া প্রো-I-এর উত্তরসূরি হবে বলে আশা করা হচ্ছে, যা গত অক্টোবরে লঞ্চ করা হয়েছিল।
সনি এক্সপেরিয়া প্রো-I-এর স্পেসিফিকেশন - Sony Xperia Pro-I Specifications
সনি এক্সপেরিয়া প্রো-I-তে রয়েছে ৬.৫ ইঞ্চির ৪কে এইচডিআর ওলেড (OLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে এফ/২.০ থেকে এফ/৪.০ পর্যন্ত পরিবর্তনশীল অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ১২ মেগাপিক্সেলের সেন্সর এবং এফ/২.২ অ্যাপারচার সহ আরেকটি ১২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Sony Xperia Pro-I মডেলে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। বিল্ট-ইন স্পিকারের জন্য এতে ডলবি অ্যাটমস (Dolby Atmos)-এর সাপোর্ট রয়েছে এবং নিরাপত্তার জন্য, এই এক্সপেরিয়া ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। Sony Xperia Pro-I ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত বিল্ডের সাথে এসেছে।