মাত্র 8,499 টাকায় 50MP ক্যামেরা, 7GB র্যাম, Nokia C32 সস্তায় পুষ্টিকর ফিচার নিয়ে দেশে এল
নোকিয়া গত ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে Nokia C32 উন্মোচন করেছিল। প্রায় তিন মাস পর ভারতের বাজারে লঞ্চ হল এই স্মার্টফোন। দাম ১০,০০০ টাকারও কম রাখা হয়েছে। সাশ্রয়ী মূল্যের Nokia C32 এইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন এই নতুন নোকিয়া হ্যান্ডসেটটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ভারতে Nokia C32-এর মূল্য ও লভ্যতা
ভারতের বাজারে নোকিয়া সি৩২-এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৮,৪৯৯ টাকা, যেখানে উচ্চতর ১২৮ জিবি মডেলটি ৯,৪৯৯ টাকায় কেনা যাবে। স্মার্টফোনটি চারকোল, ব্রীজি মিন্ট এবং বিচ পিঙ্ক- এই তিনটি কালার অপশনে উপলব্ধ। নোকিয়া সি৩২ সংস্থার ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে।
Nokia C32-এর স্পেসিফিকেশন এবং ফিচার
নোকিয়া সি৩২-এ ওয়াটারড্রপ নচ সহ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি একটি ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডের নামহীন অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা ইউনিসক ৯৮৬৩এ১ চিপ হতে পারে বলে অনুমান। এতে ৪ জিবি ফিজিক্যাল র্যামের সাথে ৩ জিবি ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে। নোকিয়া সি৩২ ফোনটি ৬৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের সাথে এসেছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সম্প্রসারণ করা যাবে।
এন্ট্রি লেভেল নোকিয়া ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। ফটোগ্রাফির জন্য, Nokia C32-এর রিয়ার প্যানেলে একটি পিল-আকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দ্বারা গঠিত ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যায়। আর ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বর্তমান।
পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia C32 স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, Nokia C32-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ, ৪জি ভিওএলটিই এবং জিপিএস। এটি ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিংয়ের সাথে এসেছে। নিরাপত্তার জন্য, Nokia C32-এর পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।