Nokia G11 Plus ভারতে লঞ্চ হল, ফুল চার্জে চলবে টানা তিনদিন, দাম ১৩ হাজার টাকার কম

Update: 2022-10-08 08:42 GMT

নোকিয়া চুপিসারে ভারতের বাজারে উন্মোচন করেছে তাদের নতুন Nokia G11 Plus হ্যান্ডসেটটি। কোম্পানি সম্প্রতি ভারতে এই স্মার্টফোনটির লঞ্চের জন্য একটি টিজার প্রকাশ করেছিল, যা ইঙ্গিত দিয়েছিল, ডিভাইসটি একটি ব্লোটওয়্যার-মুক্ত অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা অফার করবে। প্রসঙ্গত, নোকিয়ার লাইসেন্সধারী সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) এবছর জুন মাসে বিশ্ব বাজারে সাশ্রয়ী মূল্যের এই ফোনটি লঞ্চ করেছিল। Nokia G11 Plus-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ এইচডি+ ডিসপ্লে, Unisoc T606 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৪ জিবি র‍্যাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, নোকিয়া দাবি করেছে যে, এই নয়া হ্যান্ডসেটের ব্যাটারিটি তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। চলুন ভারতের বাজারে G11 Plus-এর দাম এবং এর সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে নোকিয়া জি১১ প্লাস-এর দাম এবং উপলব্ধতা - Nokia G11 Plus Price in India and Availability

নোকিয়া জি১১ প্লাস-এর একমাত্র ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৪৯৯ টাকা। ফোনটি নোকিয়া ইন্ডিয়ার সাইটে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। হ্যান্ডসেটটি চারকোল গ্রে এবং লেক ব্লু- এই দুটি কালার অপশনে কেনা যাবে। আশা করা যায়, এই বাজেট রেঞ্জের নোকিয়া স্মার্টফোনটি শীঘ্রই অন্যান্য খুচরো এবং অনলাইন স্টোরগুলিতেও পাওয়া যাবে।

নোকিয়া জি১১ প্লাস-এর স্পেসিফিকেশন এবং ফিচার - Nokia G11 Plus Specifications and Features

নোকিয়া জি১১ প্লাস-এ ৬.৫ ইঞ্চির এইচডি+ (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। আবার, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটি একটি ব্লোটওয়্যার-মুক্ত অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে এবং কোম্পানি এতে দুটি ওএস আপগ্রেড এবং তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

ফটোগ্রাফির জন্য, Nokia G11 Plus-এ অটোফোকাস এবং এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ফিক্সড-ফোকাস ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের ফিক্সড-ফোকাস ক্যামেরা বর্তমান। সংস্থা জানিয়েছে যে, Nokia G11 Plus ৩ দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম এবং এতে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে বলেও জানা গেছে।

এছাড়া, Nokia G11 Plus-এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল-সিম (ন্যানো) সাপোর্ট, ৪জি সংযোগ, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫.০ সাপোর্ট। নিরাপত্তার জন্য, এই হ্যান্ডসেটে একটি ফেস আনলক ফিচার এবং একটি রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এই নোকিয়া ফোনে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির পরিমাপ ১৬৪.৮x৭৫.৯x৮.৫৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯২ গ্রাম। G11 Plus জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং পেয়েছে।

Tags:    

Similar News