Nothing Phone 3 স্লিম ডিজাইন ও নতুন Nothing OS 3.0 এর সঙ্গে বাজারে আসছে, ঝলক দেখালো সংস্থা

By :  techgup
Update: 2024-09-26 03:37 GMT

Nothing একের পর প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি তারা ভারতে এনেছে Nothing Ear (Open)। এবার সংস্থাটি ২০২২ সালে আসা নার্থিং ফোন ২ এর উত্তরসূরি হিসেবে Nothing Phone 3 লঞ্চ করার জন্য প্রস্তুত শুরু করেছে। আসলে Ear (Open) ইয়ারবাডের একটি ভিডিওতে এই স্মার্টফোনকে দেখা গেছে। আশা করা হচ্ছে আসন্ন Nothing Phone 3 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে।

প্রকাশ্যে এল Nothing Phone 3 এর ঝলক

নার্থিং তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, মঙ্গলবার একটি ভিডিও আপলোড করেছে, যার নাম 'Introducing Ear (Open) and OS 3.0। ১৫ মিনিটের বেশি সময়ের ওই ভিডিওতে ৬ মিনিট ৫৪ সেকেন্ডে Nothing Phone 3-এর ঝলক দেখানো হয়েছে। এই ভিডিওতে নার্থিংয়ের ফাউন্ডার কার্ল পেই ও সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ার সংস্থার প্রোডাক্ট ইনোভেশন নিয়ে নানা কথা বলেছেন।

ভিডিওতে দেখা গেছে নার্থিং ফোন ৩ এর ডিসপ্লের মাঝখানে একটি হোল পাঞ্চ কাটআউট উপস্থিত। আর আল্ট্রা-স্লিম ডিজাইন সহ আসবে এবং ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকবে। স্মার্টফোনের ডান দিকে পাওয়ার বাটন ও বাম দিকে ভলিউম বাটন দৃশ্যমান। এছাড়া নার্থিং ফোন ৩ সম্পর্কে আর কোনো তথ্য ভিডিও থেকে উঠে আসেনি।

তবে যেহেতু ডিভাইসটি Nothing Phone 2 এর উত্তরসূরি হিসেবে আসবে এবং পূর্বসূরিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তাই আমাদের অনুমান Nothing Phone 3 স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ৩ প্রসেসর থাকতে পারে। এছাড়া এতে ট্রান্সপারেন্ট ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা ও লেটেস্ট কিছু ফিচার থাকবে। পাশাপাশি এই ফোনটি নতুন Nothing OS 3.0 সফটওয়্যারে চলবে।

Tags:    

Similar News