8 হাজার টাকার কমে 256GB স্টোরেজ ও 50MP ক্যামেরার দুর্ধর্ষ ফোন লঞ্চ হল, আইফোনের মত ডিজাইন

Nubia V70 Design এর 4GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে PHP 5,300 (ভারতীয় মূল্যে প্রায় 7,500 টাকা)। ফিলিপাইনে এটি লাজাদা, শফি ও টিকটক থেকে কেনা যাবে।

Update: 2024-11-23 18:43 GMT

ZTE আজ বাজেট রেঞ্জে আরও একটি নতুন ফোন লঞ্চ করেছে, এর নাম Nubia V70 Design। কোম্পানির তরফে বলা হয়েছে ডিভাইসটি কয়েকটি দেশে ZTE Blade V70 Design নামেও পাওয়া যাবে। আর স্মার্টফোনটির ক্যামেরা ডিজাইন আপনাকে iPhone 15 Pro মডেলের ব্যাক প্যানেলের কথা মনে করাবে। আপাতত হ্যান্ডসেটটি ফিলিপাইনে পাওয়া যাচ্ছে। এর দাম রাখা হয়েছে 8,000 টাকার কম।

Nubia V70 Design: দাম ও প্রাপ্যতা

নুবিয়া V70 ডিজাইন এর 4GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে PHP 5,300 (ভারতীয় মূল্যে প্রায় 7,500 টাকা)। ফিলিপাইনে এটি লাজাদা, শফি ও টিকটক থেকে কেনা যাবে। আপাতত এটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। অন্যান্য দেশে এটি কবে লঞ্চ হবে তা এখনও জানানো হয়নি।

স্পেসিফিকেশন ও ফিচার

নুবিয়া V70 ডিজাইন দুটি লেদার ব্যাক প্যানেল অপশন ও ক্ল্যাসিক ব্ল্যাক এবং রোজ পিঙ্ক গ্লাস ফিনিশ সহ পাওয়া যাবে। অর্থাৎ ক্রেতারা লেদার বা গ্লাস ব্যাক প্যানেলের মধ্যে থেকে তাদের পছন্দের মডেলটি বেছে নিতে পারবেন। গ্লাস ব্যাক প্যানেল প্রিমিয়াম অনুভূতি দেবে। অন্যদিকে লেদার ব্যাক প্যানেল হাতে ধরে রাখতে সুবিধা হবে এবং অবশ্যই এটি ট্রেন্ডিং লুক দেবে। নতুন এই ফোনের ডিজাইন এর আগে আসা নুবিয়া V70/Blade V70 এর থেকে আলাদা।

নুবিয়া V70 ডিজাইন ফোনে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি HD+ IPS ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে Unsoc T606 প্রসেসর, 4GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ডিভাইসটি 5000mAh ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো ফিচার উপস্থিত। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক MyOS 14 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

Tags:    

Similar News