প্রথম সেলে 5000 টাকা ছাড়ে OnePlus 12 Glacial White ফোন, রয়েছে এক্সচেঞ্জ অফার

By :  SUPARNA
Update: 2024-06-06 11:09 GMT

গত ৩রা মে জনপ্রিয় OnePlus 12 স্মার্টফোনের তৃতীয় কালার বিকল্প হিসাবে ভারতে Glacial White ভ্যারিয়েন্ট লঞ্চ হয়। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৬ই জুন থেকে ডিভাইসটির এই নয়া কালার ভ্যারিয়েন্ট সংস্থার ওয়েবসাইট সহ Amazon -এর মাধ্যমে প্রথমবার এদেশে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি ব্যাঙ্ক কার্ড অফার ও কুপন ডিসকাউন্টের লাভ ওঠাতে পারলে আপনারা এই ফ্লাগশিপ মোবাইল ফ্লাট ৫,০০০ টাকা ছাড়ের সাথে কিনে নিতে পারবেন। আবার এক্সচেঞ্জ অফারের ফায়দা তুলতে পারলে ৪৮,০০০ টাকারও কমে এই ফোন পকেটস্থ করা সম্ভব হবে! নীচে বিস্তারে OnePlus 12 Glacial White -এর দাম ও অফার সম্পর্কে আলোচনা করা হল…

ভারতে OnePlus 12 Glacial White এর দাম ও সেল অফার

ভারতে ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনের নয়া গ্লাসিয়াল হোয়াইট কালার ভ্যারিয়েন্ট ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যার দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকে এই হ্যান্ডসেটটি ওয়ানপ্লাস ই-স্টোর, ওয়ানপ্লাস এক্সপেরিয়েন্স স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন সহ পার্টনার রিটেল আউটলেটের মাধ্যমে কিনতে পারবেন।

সেল অফারের অংশ হিসাবে, ওয়ানপ্লাস ১২ ৫জি ফোনের নয়া গ্লাসিয়াল হোয়াইট কালার ভ্যারিয়েন্ট আপনারা ICICI, HDFC, OneCard, IDFC First, BOB ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কিনলে ফ্লাট ৩,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আবার ওয়ানপ্লাস ই-স্টোর থেকে কেনাকাটা করলে ২,০০০ টাকা ডিসকাউন্ট কুপনের লাভ ওঠাতে পারবেন। তবে আগেই বলে দিই, যারা ২০ই জুনের আগে ডিভাইসটি কিনবেন তারাই শুধুমাত্র এই অফারের ফায়দা তুলতে পারবেন। পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া হ্যান্ডসেট কিনলে ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এছাড়া ১২ মাস পর্যন্ত বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও মিলবে।

OnePlus 12 স্মার্টফোনের স্পেসিফিকেশন

OnePlus 12 ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.৮২-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস প্রোএক্সডিআর অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন ১ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩, ১০-বিট কালার ডেপথ, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থা দ্বারা ডেভেলপ করা পি১ ডিসপ্লে চিপ থাকছে এই হ্যান্ডসেটে, যা পাওয়ার খরচ কমানোর পাশাপাশি ছবির গুণমানও উন্নত করে। এই ডিসপ্লের উপরিভাগে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেলফি ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.৪) অবস্থিত।

আবার ডিভাইসের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ লক্ষণীয়। এগুলি হল – OIS সমর্থিত ১/১.৪ ইঞ্চি সাইজের ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৬) + ৩এক্স অপটিক্যাল জুম ও ১২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সহ ৬৪ মেগাপিক্সেল OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স + ১/২ ইঞ্চি সাইজের ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 আল্ট্রা-ওয়াইড শুটার (অ্যাপারচার : এফ/২.২)।

OnePlus 12 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রনো ৭৫০ জিপিইউ ব্যবহার করা হয়েছে, যার সাথে ১৬ জিবি LPDDR5X র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যুক্ত। ডিভাইসটি গেমিং পারফরম্যান্স উন্নত করতে এক্স৭ ভিজ্যুয়াল প্রসেসর সহ এসেছে। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ কাস্টম স্কিনে রান করে।

আর কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ডুয়েল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৭ ৮০২.১১ বি/এএক্স/এসি, ব্লুটুথ ৫.৪, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডো এবং ইউএসবি ২.০ পোর্ট অন্তর্ভুক্ত। এর সাথে – ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12 ফোনে ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া IP65 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটে রয়েছে ক্রায়ো ভেলোসিটি কুলিং সিস্টেম।

Tags:    

Similar News