শুধু 24 জিবি র‌্যাম নয়, OnePlus Ace 2 Pro বাজারে ঝড় তুলতে Sony IMX890 ক্যামেরার সাথে আসছে

Update: 2023-08-15 06:24 GMT

OnePlus তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন OnePlus Ace 2 Pro লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৬ আগস্ট এই ফোনের উপর থেকে পর্দা সরানো হবে। শুরুতে চীনে ডিভাইসটি লঞ্চ করা হবে। OnePlus Ace 2 Pro ফোনে দুর্দান্ত ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ কোয়ালকম প্রসেসর দেওয়া হবে। আবার এতে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। চলুন এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

OnePlus Ace 2 Pro এর স্পেসিফিকেশন

এই ওয়ানপ্লাস ফোনটি ওয়ানপ্লাস এস প্রো এর উত্তরসূরি হিসাবে আসছে, যা সংস্থাটি গত বছরের আগস্টে লঞ্চ করেছিল। নয়া এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, যা সনি আইএমএক্স ৮৯০ সেন্সর হবে। আবার ওয়ানপ্লাস এস ২ প্রো এর এই ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। ক্যামেরার মান উন্নত করতে ProXDR প্রযুক্তি ব্যবহার করা হবে।

আবার ওয়ানপ্লাস এস ২ প্রো ফোনে ওয়াইফাই ৭ এবং ৫জি কানেক্টিভিটির জন্য এন২৮ ও এন৮ ৫জি মডেম উপস্থিত থাকবে। সংস্থার দাবি, ওয়াইফাই ৬ই-এর চেয়ে ওয়াইফাই ৭ চারগুণ ভালো কানেক্টিভিটি অফার করবে।

এর আগে এক পোস্টে ওয়ানপ্লাস নিশ্চিত করেছিল যে, OnePlus Ace 2 Pro অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ২৪ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ ইনবিল্ট স্টোরেজের সাথে আসবে। এতে বায়োনিক ভাইব্রেট মোটর এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে, এতে ৬.৭৪ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। ডিসপ্লেটি ১,৬০০ নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ পিডব্লিউএম ডিমিং অফার করবে। ডিসপ্লের সঙ্গে রানটাচ প্রযুক্তিও সাপোর্ট করবে, যা ফোনের উপর জল পড়লেও নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে।

Tags:    

Similar News