OnePlus Ace 5 Series Launch Date: OnePlus Ace 5 মাসের শেষ সপ্তাহে লঞ্চ হচ্ছে, ট্রিপল রিয়ার ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ থাকবে ঝাক্কাস ফিচার

ওয়ানপ্লাস এস 5 আকর্ষণীয় ফিচার অফার করবে। এতে 6.78-ইঞ্চি BOE X2 8T LTPO ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করতে পারে।

Update: 2024-12-19 11:01 GMT

ওয়ানপ্লাস অবশেষে আজ নিশ্চিত করেছে যে তারা 26 ডিসেম্বর চীনে বহু প্রতীক্ষিত OnePlus Ace 5 লঞ্চ করতে চলেছে। এই সিরিজের বেস মডেল ওয়ানপ্লাস এস 5 ভারতে OnePlus 13R নামে 7 জানুয়ারী, 2025 তারিখে লঞ্চ হবে বলে জানা গেছে। এই সিরিজের অধীনে, ব্র্যান্ডটি দুটি ফোন লঞ্চ করতে চলেছে - OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro।

ভারতীয় ওয়ানপ্লাস ফ্যানেরা এস 5 সিরিজের দিকে নিশ্চয়ই তাকিয়ে থাকবে, যেহেতু সিরিজের স্ট্যান্ডার্ড মডেল ভারতে OnePlus 13R নামে আসবে। ফলে ভারতে আসার আগেই জানা যাবে আসন্ন R মডেলে কি কি বিশেষত্ব থাকবে। এদিকে লঞ্চের আগেই ফাঁস হয়েছে ওয়ানপ্লাস এস 5 এর অনেক ফিচার। আসুন জেনে নেওয়া যাক এতে কি কি বৈশিষ্ট্য দেখা যাবে

OnePlus Ace 5 এর ফিচার এবং স্পেসিফিকেশন (লিক)

ওয়ানপ্লাস এস 5 আকর্ষণীয় ফিচার অফার করবে। এতে 6.78-ইঞ্চি BOE X2 8T LTPO ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে, যা 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর। সংস্থার দাবি, পাঁচ ঘণ্টা ধরে গেমিংয়ের পরেও 120 এফপিএস ফ্রেম রেট বজায় রাখবে ফোনটি।

মেমরি এবং স্টোরেজের ক্ষেত্রে, ওয়ানপ্লাস এস 5 সর্বোচ্চ 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে থাকবে 6000mAh ব্যাটারি, যা ফোনটিকে সারাদিন সচল রাখবে। আর এই ব্যাটারি 100W ফাস্ট-ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। ছবি তোলার জন্য ডিভাইসের পিছনে দেখা যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ওআইএস সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

OnePlus Ace 5 অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ColorOS 15 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। তবে, এর ভারতীয় সংস্করণ, অর্থাৎ OnePlus 13R মডেলটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক OxygenOS 15 কাস্টম অপারেটিং সিস্টেম সহ আসবে।

Tags:    

Similar News