অপেক্ষার অবসান আর মাত্র ক'দিনে, OnePlus Nord 3-র ডিজাইন, ফিচার্স ফাঁস হতেই হৈচৈ

Update: 2023-06-29 08:19 GMT

ওয়ানপ্লাস (OnePlus) জুলাইয়ের শুরুতেই ভারতীয় বাজারে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলি সবই কোম্পানির জনপ্রিয় Nord ব্র্যান্ডিংয়ের অধীনে আসবে। আপকামিং ডিভাইসগুলির মধ্যে আলোচনার মধ্যমণি OnePlus Nord 3৷ ইতিমধ্যে স্মার্টফোনটির সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এটি চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 2V-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে। লঞ্চের আগে এবার ফোনটির স্পেসিফিকেশন এবং ডিজাইন প্রকাশ্যে এসেছে।

OnePlus Nord 3-এর স্পেসিফিকেশন এবং ডিজাইন

ফাঁস হওয়া প্রোমোশনাল ইমেজগুলিতে দেখা যাচ্ছে যে, ওয়ানপ্লাস নর্ড ৩ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর সহযোগে আসবে। ফোনটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যামের সঙ্গে উপলব্ধ হবে এবং তাপ নিয়ন্ত্রণের জন্য ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে। ফাঁস হওয়া ছবি ফোনটির ডিজাইনেরও আভাস দিয়েছে।

ছবিতে দেখা গেছে যে, ফোনের সামনে সেলফি ক্যামেরার জন্য একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট রয়েছে, আর রিয়ার শেলে দুটি বৃত্তাকার ক্যামেরা রিং রয়েছে, যার মধ্যে মোট তিনটি ইমেজ সেন্সর অবস্থান করছে। আর, ক্যামেরা রিংগুলির পাশেই ডুয়েল এলইডি ফ্ল্যাশ সিস্টেমও দেখা গেছে।

এছাড়া, ওয়ানপ্লাস নর্ড ৩-এর বাঁদিকে ভলিউম রকার এবং ডান পাশে পাওয়ার বাটন এবং অ্যালার্ট স্লাইডার আছে। ডিভাইসটিতে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ লম্বা ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য, এই ওয়ানপ্লাস ফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। আর ডিসপ্লের ওপরে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord 3-এ সম্ভবত বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ওয়ানপ্লাস আগামী ৫ জুলাই তাদের Nord সিরিজের জন্য একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে কোম্পানি Nord 3-এর পাশাপাশি নতুন Nord CE 3 এবং Nord Buds 2R-এর ওপর থেকেও পর্দা সরাবে বলে জানা গেছে।

Tags:    

Similar News