অসাধারণ স্ক্রিন ও 108MP ক্যামেরার সঙ্গে Oppo A সিরিজের সর্বাধুনিক ফোন লঞ্চের তারিখ প্রকাশ হল

Update: 2022-11-14 08:29 GMT

গত ৮ নভেম্বর ওপ্পো তাদের A-সিরিজের অধীনে Oppo A58 5G হ্যান্ডসেটটি লঞ্চ করেছে এবং সম্প্রতি হোম মার্কেট চীনে এই ডিভাইসটির সেলও শুরু হয়ে গেছে। আর এখন, ব্র্যান্ডটি তাদের সবচেয়ে উন্নত A-সিরিজ ফোন A1 Pro 5G-এর লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানিটি স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই আসন্ন স্মার্টফোনটির লঞ্চের তারিখও ঘোষনা করেছে। চলতি সপ্তাহেই A1 Pro 5G বাজারে পা রাখবে বলে নিশ্চিত করা হয়েছে। চলুন তাহলে এখনও পর্যন্ত এই নতুন ওপ্পো হ্যান্ডসেটটির সম্পর্কে যা যা তথ্য উঠে এসেছে, তা জেনে নেওয়া যাক।

Oppo A1 Pro 5G বাজারে আসছে চলতি মাসেই

ওপ্পো তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) হ্যান্ডেলে পোস্ট করে নিশ্চিত করেছে যে, চীনের বাজারে আগামী ১৬ নভেম্বর, সন্ধ্যা ৬ টায় (স্থানীয় সময়) ওপ্পো এ১ প্রো ফোনটি লঞ্চ হবে। ওয়েইবোতে প্রকাশিত পোস্টারটি এই হ্যান্ডসেটের ডিজাইনটিও প্রদর্শন করেছে। পোস্টার অনুযায়ী, ওপ্পো এ১ প্রো-এর সামনের দিকে কার্ভড এজ ডিসপ্লে দেখা যাবে। ডিভাইসের রিয়ার প্যানেলে দুটি ক্যামেরা রিং সমন্বিত একটি ডিম্বাকৃতি ক্যামেরা মডিউল থাকবে। ওপরের দিকের ক্যামেরা রিংটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটি অবস্থান করবে। এর সাথে একটি সহায়ক ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশও উপস্থিত থাকবে।

জানিয়ে রাখি, চলতি মাসের শুরুতে PHQ110 মডেল নম্বর সহ একটি ওপ্পো ফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA)-এর মতো গুরুত্বপূর্ণ চীনা সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। একই ডিভাইসটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটের ডেটাবেসেও দেখা গেছে। PHQ110 মডেল নম্বরটি ওপ্পো এ১ প্রো-এর সাথে যুক্ত। যদিও প্রাথমিক রিপোর্টে, ডিভাইসটিকে তার অস্থায়ী নাম, ওপ্পো এ৯৮ হিসেবে ডাকা হয়েছে।

ওপ্পো এ১ প্রো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন OPPO A1 Pro Expected Specifications

Oppo A1 Pro-তে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে যা ফুল-এইচডি+ রেজোলিউশন, ১০ বিট কালার এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। এটি Oppo Reno 9 সিরিজের হ্যান্ডসেট ব্যবহৃত ডিসপ্লের মতো বলেই মনে করা হচ্ছে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে। এটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসবে আশা করা হচ্ছে। আরও অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে।

ফটোগ্রাফির জন্য, Oppo A1 Pro-এর রিয়ার প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে বলে মনে করা হচ্ছে। আর সেলফির জন্য, এতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ওপ্পো ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Tags:    

Similar News