Oppo A38 ভারতে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, কম দামে পাবেন 5000mAh ব্যাটারি
সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং মালয়েশিয়ার বাজারে আত্মপ্রকাশ করার পর অবশেষে আজ (৮ই সেপ্টেম্বর) ভারতে লঞ্চের মুখ দেখলো Oppo A38। ফোনটি লো-বাজেট সেগমেন্টের অধীনে এসেছে এবং একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। এই স্মার্টফোনে HD+ LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক চিপসেট, ১২৮ জিবি মেমরি, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। আবার Oppo A38 ডিভাইসে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি উপস্থিত থাকবে। চলুন Oppo A38 স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ভারতে Oppo A38 স্মার্টফোনের দাম ও প্রাপ্যতা
Oppo A38 স্মার্টফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি - গ্লোয়িং গোল্ড এবিং গ্লোয়িং ব্ল্যাক কালারে এসেছে। আগ্রহীরা এই হ্যান্ডসেটকে আজই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন। আর আগামী ১৩ই সেপ্টেম্বর থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে প্রথমবার ওপেন সেলে বিক্রি হবে।
Oppo A38 এর স্পেসিফিকেশন
ডুয়াল সিমের ওপ্পো এ৩৮ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেল দেখা যাবে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিন প্রিলোডেড থাকছে। এই ডিভাইসে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। আর মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ আরও বাড়ানো সম্ভব। এছাড়া সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।
ছবি তোলার জন্য Oppo A38 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার। ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য এতে - ডুয়াল ৪জি সিম স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Oppo A38 ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।
পরিশেষে, ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই নয়া ফোন স্প্ল্যাশ-প্রতিরোধী চ্যাসিসের সাথে এসেছে। যার অর্থ, সামান্য পরিমাণ জল লাগলেও ডিভাইসটি ক্ষতিগ্রস্থ হবে না।