1500 টাকা পর্যন্ত ছাড়, Oppo A59 5G ফোনের প্রথম সেল আজ, এখান থেকে অর্ডার করুন
কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল Oppo A59 5G। আর আজ এই ডিভাইসটি আজ প্রথমবার সেলে কেনার জন্য উপলব্ধ হচ্ছে। ই-কমার্স সাইট Flipkart, Amazon, Oppo Store থেকে ফোনটির সেল শুরু হবে। ক্রেতারা লঞ্চ অফার হিসেবে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফিচারের কথা বললে, Oppo A59 5G ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
Oppo A59 5G এর দাম ও অফার
ওপ্পো এ৫৯ ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৭ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৪,৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা।
সেল অফার হিসেবে, SBI, IDFC First Bank, Bank of Baroda সহ বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ওপ্পো এ৫৯ ৫জি ফোনটি ৬ মাসের নো কস্ট ইএমআই-এও কেনা যাবে।
Oppo A59 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে: ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, এইচডি প্লাস (১৬১২ × ৭২০ পিক্সেল) রেজোলিউশন, ২৬৯ পিপিআই পিক্সেল ডেন্সিটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৮০ নিটস পিক ব্রাইটনেস, ১৫০০: ১ কনট্রাস্ট রেশিও এবং পান্ডা গ্লাস প্রোটেকশন।
প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর সহ মালি জি৫৭ জিপিইউ।
মেমরি: ৪ জিবি / ৬ জিবি র্যাম।
স্টোরেজ: ১২৮ জিবি ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজ এবং (হাইব্রিড) মাইক্রোএসডি কার্ড স্লট।
সফ্টওয়্যার: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস ১৩.১।
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ
ফ্রন্ট ক্যামেরা: ৭৭ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং একটি এফ / ২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি: ৫০০০ এমএএইচ।
চার্জিং: ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট
সিকিউরিটি: সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার