Oppo A77s কুড়ি হাজার টাকার কমে বাজার মাতাবে, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে ৫০ এমপি ক্যামেরা

Update: 2022-09-25 17:41 GMT

Oppo A77s নিয়ে চর্চা শেষ হচ্ছে না। ফোনটি শীঘ্রই বাজারে আসবে। কয়েকদিন আগেই এই ফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট ও কালার অপশন সম্পর্কিত তথ্য সামনে এসেছিল। এখন ফোনটির প্রায় সমস্ত স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, Oppo A77s ফোনে থাকবে এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Oppo A77s এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ওপ্পো এ৭৭এস ফোনে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস টিয়ার ড্রপ ডিসপ্লে দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। পাশাপাশি ওপ্পো এ৭৭এস ফোনে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Oppo A77s ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম স্কিনে চলবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Oppo A77s ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সিকিউরিটির জন্য থাকবে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এতে আল্ট্রা লাইনার ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যাবে।

রিপোর্টে বলা হয়েছে, Oppo A77s-এর দাম ১৫,৪৯০ টাকায় আসা Oppo A77-এর থেকে বেশি হবে। সেক্ষেত্রে এই ডিভাইসটির দাম প্রায় ১৭,০০০ টাকার কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে।

Tags:    

Similar News