Oppo A77s বাজেটের মধ্যে দেবে ১৩ জিবি র‌্যাম সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

By :  techgup
Update: 2022-09-27 08:12 GMT

Oppo A77s শীঘ্রই বাজারে আসতে পারে। গত সপ্তাহে এই হ্যান্ডসেটটির ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এখন আবার, জনপ্রিয় এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় Oppo A77s ফোনের একটি পোস্টের শেয়ার করেছেন, যেখান থেকে এর ফিচার এবং ডিজাইন প্রকাশ পেয়েছে। ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা অফার করবে বলে টিপস্টার দাবি করেছেন।

ফাঁস হল Oppo A77s ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন

টিপস্টার সুধাংশু আম্ভরে তার পোস্টে বলেছে, ওপ্পো এ৭৭এস ডিভাইসটিতে টিয়ার ড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। এর ধার গুলি একদম ফ্ল্যাট হবে এবং এই ফোনের ডানদিকে পাওয়ার বাটন দেখা যাবে। এই পাওয়ার বাটনে সিকিউরিটির জন্য মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হবে। আর ফটো ও ভিডিওগ্রাফির জন্য এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে।

পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে যে, ওপ্পো এ৭৭এস ফোনটিতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হবে এবং এতে ৬.৫৬ ইঞ্চি এইচডি+ রেজোলিউশন সহ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি হালকা এবং স্লিম হবে। জানা যাচ্ছে এর ওজন ১৮৭ গ্রাম এবং এর পুরুত্ব ৭.৯৯মিমি হবে। আবার এতে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পাশাপাশি ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে। অবশ্য এতে মাইক্রো এসডি স্লট থাকবে কিনা তা জানা যায়নি।

টিপস্টার বলেছেন, পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Oppo A77s ফোনে ৩৩ সুপারভুক ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে রাত্রিবেলাও পরিষ্কার সেলফি তোলা যাবে। আর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হবে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ বেসড কালারওএস ১২.১ কাস্টম স্কিনে চলবে। অবশ্য এই Oppo A77s ফোনের মূল্য কত রাখা হবে সে সম্পর্কে কোনো তথ্য এখনো সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে এই সপ্তাহেই ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে এই হ্যান্ডসেটটি। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে এটি দুটি রঙে - স্টারি ব্ল্যাক এবং স্কাই ব্লু-সহ ৬ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে উপস্থিত হবে।

Tags:    

Similar News