Oppo A77s বাজারে আসছে 5000mAh ব্যাটারির সাথে, পেল BIS, NBTC সহ একাধিক সাইটের ছাড়পত্র
চলতি মাসের শুরুর দিকেই জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো ভারতের বাজারে তাদের A-সিরিজের অধীনে ৪জি কানেক্টিভিটি যুক্ত হ্যান্ডসেট, Oppo A77 লঞ্চ করে। বর্তমানে ব্র্যান্ডটি এই সিরিজের অধীনে Oppo A77s নামে আরেকটি নতুন ডিভাইস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই হ্যান্ডসেটটিকে ভারতের বিআইএস (BIS), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), ইইউ ডিক্লেয়ারেশন (EU Declaration), টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland)-এর মতো একাধিক সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে। এই সার্টিফিকেশন সাইটগুলি থেকে আপকামিং ওপ্পো ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, চলুন দেখে নেওয়া যাক।
Oppo A77s পেল একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন
মাইস্মার্টপ্রাইস -এর নতুন রিপোর্ট অনুযায়ী, একটি নতুন ওপ্পো হ্যান্ডসেট থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS), ইইউ ডিক্লেয়ারেশন (EU Declaration) এবং টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) সহ একাধিক সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এনবিটিসি সার্টিফিকেশনটি নিশ্চিত করেছে যে, CPH2473 মডেল নম্বর যুক্ত আপকামিং স্মার্টফোনটি ওপ্পো এ৭৭এস নামে বাজারে আত্মপ্রকাশ করবে।
এর পাশাপাশি, আসন্ন ওপ্পো এ৭৭এস-কে ইইউ ডিক্লেয়ারেশন ওয়েবসাইটে দেখা গেছে। ডিভাইসটি বিআইএস-এর অনুমোদনও পেয়েছে, তাই ভারতেও এটি শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়। ইইউ ডিক্লেয়ারেশনের লিস্টিং অনুসারে, BLP927 মডেল নম্বর যুক্ত একটি ব্যাটারি ওপ্পো এ-সিরিজের এই নয়া হ্যান্ডসেটে অন্তর্ভুক্ত থাকবে। আর এর চার্জিং অ্যাডাপ্টারের মডেল নম্বরগুলি হল-VCB3HDUH, VCB3HDEH, VCB3HDYH, এবং VCB3HACPH।
এদিকে, টিইউভি রাইনল্যান্ড-এর তালিকা অনুযায়ী, Oppo A77s-এ অন্তর্ভুক্ত ব্যাটারিটি ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন হবে। তবে, এটির রেটেড ক্যাপাসিটি হল ৪,৮৮০ এমএএইচ। উল্লিখিত চার্জিং অ্যাডাপ্টারগুলি ৩৩ ওয়াট (১১ভি/৩এ) চার্জিং গতি প্রদান করতে সক্ষম হবে। যদিও, এগুলি ছাড়া আসন্ন Oppo A77s সম্পর্কে আর কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে, খুব শীঘ্রই এই হ্যান্ডসেটটির সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাবে বলে আশা করা হচ্ছে।