জবরদস্ত ফিচারের সাথে 64 মেগাপিক্সেল ক্যামেরা, Oppo F25 Pro বাজারে এসেই নয়া রেকর্ড গড়লো
Oppo গত ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ ভারতে Oppo F25 Pro স্মার্টফোন উন্মোচন করেছিল। আকর্ষণীয় ডিজাইন ও একাধিক অ্যাডভান্স ফিচারের সাথে আসার দরুন ডিভাইসটি লঞ্চ-পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ভক্তদের থেকে স্বল্প সময়ে দারুন প্রতিক্রিয়া পাওয়ার কারণে সংস্থাটি ঠিক এক মাসের ব্যবধানে অর্থাৎ মার্চে ফোনটির জন্য নয়া কোরাল পার্পল কালারের ঘোষণা করে। এই নতুন কালার ভ্যারিয়েন্টটি উপলব্ধ হওয়ার পর ক্রেতাদের মধ্যে ভালোই সাড়া ফেলে দিয়েছিল। ফলস্বরূপ মাত্র তিন মাসের মধ্যে পূর্বসূরি Oppo F23 Pro ফোনের প্রায় দ্বিগুন সেল পরিসংখ্যান অর্জন করেছে Oppo F25 Pro।
Oppo F25 Pro মুড়ি মুড়কির মতো বিক্রি হচ্ছে
সংস্থা দ্বারা সম্প্রতি শেয়ার করা একটি রিপোর্ট অনুসারে, ২০২৩ সালে আগত Oppo F23 Pro মডেলের তুলনায় উত্তরসূরি Oppo F25 Pro ফোন ৪৬.২% অধিক বিক্রি হয়েছে। যার দরুন নয়া হ্যান্ডসেটটি বর্তমানে ২৫,০০০ টাকা সেগমেন্টের অধীনে সর্বাধিক বিক্রি হওয়া ফোনগুলির তালিকায় নিজের পাকাপোক্ত স্থান করে নিয়েছে।
Oppo F25 Pro 5G স্মার্টফোনের দাম
এদেশে ওপ্পো এফ২৫ প্রো ৫জি স্মার্টফোনের দাম ২৩,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ আসা টপ-এন্ড বিকল্পের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। এটি – কোরাল পার্পল, লাভা রেড এবং ওশান ব্লু কালার বিকল্পে উপলব্ধ।
Oppo F25 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন
ওপ্পো এফ২৫ প্রো স্মার্টফোনে সরু বেজেল পরিবেষ্টিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪১২×১০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১০-বিট কালার ডেপ্থ, ১১০০ নিট পিক ব্রাইটনেস, ৯৩.৪% স্ক্রিন-টু-বডি রেশিও ও HDR10+ প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে ৮ জিবি LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।
ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই ৫জি হ্যান্ডসেটে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শুটার + ২ মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার৷ এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিএনএসএস, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত৷ নিরাপত্তার জন্য মিলবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Oppo F25 Pro 5G স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।