Oppo কালই তার প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল ফোন লঞ্চ করবে, কতটা সাড়া ফেলবে বাজারে

Update: 2022-12-14 08:08 GMT

আগামীকাল (১৫ ডিসেম্বর) বহু প্রতীক্ষিত Oppo Find N2 ফোল্ডেবল ফোনটির পাশাপাশি নয়া Oppo Find N2 Flip হ্যান্ডসেটটি কোম্পানির প্রথম ক্ল্যামশেল স্মার্টফোন হিসেবে হোম মার্কেট চীনে আত্মপ্রকাশ করতে চলছে। ডিভাইসটির প্রতি ক্রেতাদের আগ্রহী করে তুলতে ওপ্পো সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করেছে, যা আপকামিং ফ্লিপ ফোনটির বড় আউটার ডিসপ্লেটি প্রদর্শন করেছে। আর এবার Oppo Find N2 Flip-এর একটি লাইভ শট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই ছবিটি থেকে এর কভার ডিসপ্লের পাশাপাশি রিয়ার ক্যামেরাগুলি সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। চলুন তাহলে লঞ্চের মাত্র একদিন আগে Find N2 Flip সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Oppo Find N2 Flip-এর পার্পল ভ্যারিয়েন্টের লাইভ ইমেজ

চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো-এর একটি পোস্টে নতুন ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর একটি লাইভ ইমেজ শেয়ার করা হয়েছে। এই ফোনটি আগামীকাল ওপ্পো ফাইন্ড এন২-এর সাথে চীনের বাজারে উন্মোচিত হবে বলে আগেই নিশ্চিত করেছে সংস্থা। সদ্য ফাঁস হওয়া ছবিটি এই ফ্লিপ ডিভাইসেরই পার্পল কালার ভ্যারিয়েন্টের রিয়ার প্যানেলটি প্রদর্শন করেছে। লাইভ ইমেজ অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ একটি বড় কভার ডিসপ্লের সাথে আসবে এবং এর পাশেই দেখা যাবে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ এবং একটি মাইক্রোফোন সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই কভার ডিসপ্লেটি সময় এবং তারিখের পাশাপাশি ব্যাটারির ক্ষমতা প্রদর্শন করবে।

এছাড়াও অনুমান করা হচ্ছে যে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর সেকেন্ডারি ডিসপ্লেটি ফোনের নোটিফিকেশনগুলি দেখাবে এবং এতে থাকা ভিউফাইন্ডারের সাহায্যে রিয়ার ক্যামেরা ব্যবহার করে সেলফিও তোলা যাবে। সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে, ওপ্পোর নতুন ফ্লিপ ফোনটির কভার ডিসপ্লের আকার হবে ৩.২৬ ইঞ্চি, যা বাজারে বিদ্যমান ফ্ল্যাগশিপ মোটোরোলা রেজার ২০২২ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর আউটার স্ক্রিনের থেকেও বড়।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Oppo Find N2 Flip-এ ৬.৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (E6 AMOLED) ফোল্ডেবল স্ক্রিন থাকবে, যা ২,৫২০ x ১,০৮০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। এটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।

আবার ফটোগ্রাফির জন্য, Find N2 Flip-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়েল-ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে।

সেলফির জন্য, এতে একটি ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭০৯ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find N2 Flip ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৩০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। নিরাপত্তায় জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। পার্পল ছাড়াও, এটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনেও আসতে পারে।

Tags:    

Similar News