কল করতে সিম বা নেটওয়ার্ক লাগবে না, বড় চমকের সঙ্গে নতুন ফোন লঞ্চ করছে Oppo
সম্প্রতি চীনে ফ্ল্যাগশিপ Oppo Find X7 সিরিজ লঞ্চ হয়েছে, যা স্ট্যান্ডার্ড Oppo Find X7 এবং টপ-এন্ড Find X7 Ultra নামে দুই মডেলের সমন্বয়ে গঠিত। এর মধ্যে, Ultra মডেলের স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট যুক্ত একটি আলাদা ভার্সন থাকবে বলে প্রথমে শোনা গিয়েছিল। যদিও ওপ্পো লঞ্চের সময় এই বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে এখন শোনা যাচ্ছে, ব্র্যান্ডটি এখনও Oppo Find X7 Ultra-এর Satellite এডিশনের ওপর কাজ করছে। আর এখন এই ফোনটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে স্পট করা গেছে। সার্টিফিকেশন থেকে কি কি তথ্য সামনে এল, আসুন জেনে নেওয়া যাক।
Oppo Find X7 Ultra Satellite Version পেল 3C সার্টিফিকেশন
PHY120 মডেল নম্বর সহ আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্মার্টফোনটি চায়না কম্পালসারি সর্টিফিকেশন ডেটাবেস তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশনটি এই ফোনে ৫জি সংযোগ সহ স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য সাপোর্ট নিশ্চিত করেছে৷ এছাড়াও, এটি প্রকাশ করে যে ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এর স্যাটেলাইট এডিশন ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে, যা রেগুলার ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এর মতোই। ফোনটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করতে পারে। শুধু চার্জিং নয়, স্যাটেলাইট ভার্সনের অন্যান্য স্পেসিফিকেশনও সম্ভবত স্ট্যান্ডার্ড ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এর মতোই হবে।
জানিয়ে রাখি, ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা-এ ৬.৮২ ইঞ্চির কিউএইচডি+ কার্ভড এলটিপিও (LTPO) ডিসপ্লে রয়েছে, যা ১,৬০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত।
ফটোগ্রাফির জন্য, Oppo Find X7 Ultra-এ হাইপারটোন ইমেজ ইঞ্জিন চালিত কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে বড় সেন্সর সহ চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। প্রাইমারি ক্যামেরায় লেটেস্ট Sony LYT-900 1-ইঞ্চি সেন্সর রয়েছে, আর আল্ট্রা-ওয়াইড লেন্সটি ম্যাক্রো এবং ওয়াইড শট তুলতে পারদর্শী। তবে, Find X7 Ultra-এর অন্যতম হাইলাইট হল ডুয়েল পেরিস্কোপ ক্যামেরা। এরমধ্যে একটি লেন্স ক্লোজ-আপের জন্য ৩x জুম অফার করে এবং অন্যটি ল্যান্ডস্কেপ ও ম্যাক্রো ফটোগ্রাফির জন্য ৬x জুম সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X7 Ultra-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক (SUPERVOOC) চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ ওএস-ভিত্তিক কালারওএস ১৪ (ColorOS 14) কাস্টম স্কিন এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), ওয়াইফাই-৭ এবং ব্লুটুথ ৫.৪ ভার্সন।