Oppo Reno 10 Pro ও Reno 10 Pro+ লঞ্চের আগেই ফ্লিপকার্ট ও অফিসিয়াল ওয়েবসাইটে, দেখে নিন ফিচার
Oppo শীঘ্রই ভারতের বাজারে Reno 10 স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। আসন্ন এই লাইনআপের অধীনে - স্ট্যান্ডার্ড Oppo Reno 10 Pro এবং Reno 10 Pro+ মডেল দুটি আত্মপ্রকাশ করবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই প্রথম Reno-সিরিজের কোনো 'Pro+' ভ্যারিয়েন্টকে এদেশে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এদিকে আজ Oppo তাদের ভারতীয় শাখার অফিসিয়াল ওয়েবসাইটে এই নয়া স্মার্টফোন সিরিজকে তালিকাভুক্ত করেছে। পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্টেও (Flipkart) উক্ত লাইনআপের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। যার দরুন লঞ্চের আগেই Oppo Reno 10 Pro এবং Reno 10 Pro+ স্মার্টফোনের বেশ কয়েকটি কী-ফিচার প্রকাশ্যে এসেছে৷
প্রসঙ্গত Oppo যেহেতু এবছর ভারতে Reno 9 সিরিজ লঞ্চ করেনি, সেহেতু আসন্ন সিরিজটি গত বছর আত্মপ্রকাশ করা Reno 8 এর উত্তরসূরি হিসাবে আসবে।
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হল Oppo Reno 10 স্মার্টফোন সিরিজ
ওপ্পো তাদের আধিকারিক ওয়েবসাইটে রেনো ১০ সিরিজের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করেছে। পাশাপাশি, ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টেও সম্প্রতি আলোচ্য লাইনআপের ফোনগুলির উপলব্ধতা নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে সংস্থার অফিসিয়াল সাইটের লিস্টিং অনুসারে, আসন্ন ডিভাইসগুলি ৩ডি কার্ভড স্ক্রিন সহ আসবে, যার উপরিভাগে মাঝবরাবর পাঞ্চ-হোল কাটআউট লক্ষণীয়। এছাড়া ওপ্পো রেনো ১০ সিরিজটি স্লিম ডিজাইন এবং পিল-আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল অফার করতে পারে বলেও জানা যাচ্ছে।
Oppo Reno 10 Pro+ 5G স্মার্টফোনের প্রোডাক্ট লিস্টিং আরো নিশ্চিত করেছে যে, এতে OIS-এনাবল ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর সহ তৃতীয় সেন্সর থাকবে৷ আর উন্নত ফটোগ্রাফির জন্য ডিভাইসে মারিসিলিকন এক্স (MariSilicon X) ব্যবহার করা হবে।
সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ রেনো ১০ প্রো ৫জি -তেও উচ্চতর রেনো প্রো+ মডেলের মতো অনুরূপ প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। তবে পেরিস্কোপ লেন্সের পরিবর্তে এতে ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো সেন্সর বিদ্যমান থাকবে। এছাড়া আলোচ্য ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে সহ আসবে বলেও নিশ্চিত করা হয়েছে।
সংস্থার দ্বারা লাইভ করা মাইক্রোসাইটে Oppo Reno 10 Pro সিরিজের স্টোরেজ কনফিগারেশন এবং কালার বিকল্প সংক্রান্ত তথ্যও উল্লেখ আছে। জানা যাচ্ছে, উচ্চতর মডেলকে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। Oppo Reno Pro+ 5G গ্লসি পার্পেল এবং সিলভার গ্রে রঙে আসবে। অন্যদিকে, Oppo Reno 10 5G -কে লঞ্চ করা হবে আইস ব্লু এবং সিলভার গ্রে কালার অপশনে। আর এটি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ উপলব্ধ হবে।
উল্লেখ্য, সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে - আগামী ১৫ই জুলাই পর্যন্ত একটি প্রতিযোগিতা চালানো হবে, যাতে অংশগ্রহণ করার মাধ্যমে ক্রেতারা Oppo Reno 10 Pro+ এবং Enco TWS ইয়ারবাড জিতে নিতে পারবেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের অনুমান, আলোচ্য সিরিজটিকে হয়তো ১৫ই জুলাইয়ের পরে লঞ্চ করা হতে পারে। তবে এটা আমাদের অনুমান মাত্র। সংস্থাটি যতক্ষণ না Oppo Reno 10 Pro সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করছে, ততক্ষন নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না…