Oppo Reno 10 সিরিজ ভারত সহ বিশ্ব বাজারে এন্ট্রি নিচ্ছে, প্রসেসর ও ডিজাইনে থাকছে বড় চমক

By :  SUPARNA
Update: 2023-06-15 07:45 GMT

জনপ্রিয় ব্র্যান্ড Oppo চলতি বছরের প্রারম্ভে তাদের হোম মার্কেটে Reno 10 স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। তৎকালীন সময়ে সংস্থাটি আলোচ্য লাইনআপের অধীনে মোট তিনটি প্রিমিয়াম ডিভাইস ঘোষণা করে, যথা - Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ 5G। আর এখন জানা যাচ্ছে Oppo ভারত সহ বিশ্বব্যাপী তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে।

জানিয়ে রাখি, Oppo এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববাজারে Reno 9 সিরিজ লঞ্চ করেনি। তবে এর পরিবর্তে তিনটি ফ্ল্যাগশিপ মডেলের সাথে নয়া Reno 10 সিরিজকে নিয়ে আসার পরিকল্পনা করছে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনো এই লেটেস্ট লাইনআপের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। কিন্তু এক জনপ্রিয় গ্যাজেট রিসার্চ সাইটের দৌলতে ইতিমধ্যেই আসন্ন Oppo Reno 10 সিরিজের ভারতে লঞ্চের টাইমলাইন, সম্ভাব্য ডিজাইন এবং ফিচার সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে।

Oppo Reno 10 স্মার্টফোন সিরিজের প্রত্যাশিত লঞ্চ টাইমলাইন

আসন্ন ওপ্পো রেনো ১০ সিরিজের নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনো অজানা। তবে 91Mobiles -এর লেটেস্ট একটি রিপোর্ট অনুসারে, এই লাইনআপের ডিভাইসগুলি আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে ভারতে আত্মপ্রকাশ করতে পারে। সম্ভাব্য লঞ্চের সময়সীমার পাশাপাশি আলোচ্য সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন বিবরণও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। চলুন কি কি তথ্য সামনে এলো তা এবার জেনে নেওয়া যাক…

ভারতে লঞ্চের আগেই ফাঁস হল Oppo Reno 10 সিরিজের ডিজাইন এবং ফিচার

লঞ্চের বহু আগেই অনলাইনে ফাঁস করা হল Oppo Reno 10 সিরিজের লাইভ ইমেজ। 91Mobiles -এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সিরিজ অন্তর্গত টপ-এন্ড মডেল Oppo Reno 10 Pro+ টোয়াইলাইট পার্পল এবং মুন সি ব্ল্যাক রঙে আসবে। এর ডিজাইন কমবেশি চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ হবে। ফাঁস হওয়া ছবিতে, ডিভাইসটিকে ডুয়াল-টোন ব্যাক প্যানেল ডিজাইনের সাথে দেখা গেছে। এই ব্যাক প্যানেলে আবার বিস্তৃত পিল-আকৃতির ক্যামেরা মডিউল লক্ষণীয়। ক্যামেরা মডিউলটির উপরের অংশে থাকা কাটআউটের মধ্যে দুটি সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ বিদ্যমান। আর নীচের অংশে একটি পেরিস্কোপ লেন্স রয়েছে, যার ঠিক পাশেই "পাওয়ারড বাই মারিসিলিকন" লেখা নজরে পড়বে।

এবার আলোচনা করা যাক ওপ্পো রেনো ১০ সিরিজের ভারতীয় সংস্করণ কি কি বিশেষত্ব অফার করতে পারে সেই বিষয় নিয়ে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভারতে আত্মপ্রকাশ করতে চলা এই লাইনআপটি মূল চীনা ভ্যারিয়েন্টের থেকে স্বতন্ত্র ক্যামেরা এবং চিপসেট অফার করবে।

জানা যাচ্ছে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Oppo Reno 10 -এর ভারতীয় সংস্করণ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর সহ আসবে। যেখানে কিনা এর চীনা ভার্সনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট আছে। অন্যদিকে, Oppo Reno 10 Pro মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসরের পরিবর্তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ব্যবহার করা হবে। আর উচ্চতর Oppo Reno 10 Pro+ 5G মডেলটি ভারতেও চীনা ভ্যারিয়েন্টের অনুরূপ প্রসেসর অফার করবে। অর্থাৎ এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ এসওসি পাওয়া যাবে।

এদিকে ক্যামেরা বিভাগের ক্ষেত্রেও ছোটোখাটো পরিবর্তন দেখা যাবে। যেমন ওপ্পো রেনো ১০ সিরিজ অন্তর্গত ডিভাইসগুলির ভারতীয় ভ্যারিয়েন্ট টেলিফটো ক্যামেরার সাথে আসবে বলে জানা গেছে।

এদিকে আলোচ্য ফোন-ত্রয়ী হয়তো বিশ্বব্যাপী - ব্ল্যাক, ব্লু এবং পার্পেল কালার বিকল্পের সাথে আত্মপ্রকাশ করবে। তবে গোল্ডেন কালার অপশনটি শুধুমাত্র চীনের জন্য 'এক্সক্লুসিভ' থাকছে। আর চার্জিং ক্যাপাসিটির কথা বললে, Oppo Reno 10 সিরিজের চীনা ও ভারতীয় সংস্করণে একসমান চার্জিং প্রযুক্তি অফার করা হবে। যেমন, Oppo Reno 10 Pro+ 5G মডেলটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যেখানে কিনা, Oppo Reno 10 এবং Reno 10 Pro স্মার্টফোন দুটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে।

Tags:    

Similar News