12000 টাকা সস্তা 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন, Oppo Reno 8T 5G এর উপর খাস অফার

By :  techgup
Update: 2023-03-14 05:11 GMT

আপনি যদি Oppo-র স্মার্টফোনগুলির প্রতি বিশেষভাবে আসক্ত হন এবং হালফিলে সংস্থাটির কোনো দুর্দান্ত ক্যামেরাযুক্ত 5G হ্যান্ডসেট বাম্পার ডিসকাউন্টে কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ চলছে Big Saving Days Sale, যার দৌলতে Oppo Reno 8T 5G ফোনটি অত্যন্ত সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। আজ্ঞে হ্যাঁ! সংস্থা কর্তৃক প্রদত্ত অগ্রিম ছাড় এবং সেইসাথে ব্যাংক ও এক্সচেঞ্জ অফারকে একজোট করলে ৩৮,৯৯৯ টাকা দামের উক্ত ডিভাইসটিকে হালফিলে মাত্র ১০,০০০ টাকারও কমে পকেটস্থ করা যেতে পারে! আসুন, কীভাবে চলতি সময়ে এত কম খরচে Flipkart থেকে Oppo Reno 8T 5G হ্যান্ডসেটটি কেনা যাবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Flipkart Big Saving Days Sale-এ বাম্পার ডিসকাউন্টে কিনে নিন Oppo Reno8T 5G

ওপ্পো রেনো ৮টি ৫জি-র একমাত্র ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত ভ্যারিয়েন্টের ভারতীয় বাজারে দাম ৩৮,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে উপলব্ধ ২৩% ছাড়ের দৌলতে বর্তমানে এই ডিভাইসটি ২৯,৯৯৯ টাকায় কিনতে সক্ষম হবেন ইউজাররা। আবার, এইচডিএফসি, আইসিআইসিআই এবং এসবিআইয়ের ক্রেডিট এবং ডেবিট কার্ড মারফত পেমেন্ট করলে অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

তদুপরি, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে এই ডিভাইসটি কেনার ক্ষেত্রে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও উপলব্ধ রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। ফলে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেলে ডিভাইসটির দাম কমে দাঁড়াবে মাত্র ৬,৯৯৯ টাকা! বলে রাখি, মিডনাইট ব্ল্যাক ও সানরাইজ গোল্ড - এই দুটি রঙে ওপ্পো রেনো৮টি ৫জি কেনা যাবে।

Oppo Reno8T 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ওপ্পোর এই স্মার্টফোনটিতে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ থ্রিডি ফ্লেক্সিবল ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিটস পিক লোকাল ব্রাইটনেস অফার করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ (Qualcomm Snapdragon 695) প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসটিতে ৮ জিবি এলপিডিডিআর৪এক্স (LPDDR4X) র‌্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ (UFS 2.2) রম বিদ্যমান; তবে হাইব্রিড স্লটের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার কথা বললে, ওপ্পোর এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল মাইক্রোস্কোপ লেন্স। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে আছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ৫জি হ্যান্ডসেটটিতে ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Tags:    

Similar News