Oppo Reno 8T 5G এর দাম ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে, থাকবে 32MP সেলফি ক্যামেরা
ওপ্পো (Oppo) তাদের Reno 8T স্মার্টফোন সিরিজটি খুব শীঘ্রই বিশ্বের বিভিন্ন বাজারে লঞ্চ করতে চলেছে। Reno 8T 4G মডেলটি ফিলিপাইনের মার্কেটে ফেব্রুয়ারি মাসেই পা রাখবে। আবার আগামী মাসে Reno 8T 5G মডেলটি ভারতে আত্মপ্রকাশ করবে বলেও শোনা যাচ্ছে। সংস্থাটি এখনও এই দুই হ্যান্ডসেটের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে, ভারতে লঞ্চের আগেই এখন এক সুপরিচিত টিপস্টার Reno 8T 5G-এর দাম এবং বিক্রয়ের তারিখ প্রকাশ করেছেন। আসুন তাহলে এখনও পর্যন্ত Oppo Reno 8T 5G-এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
ফাঁস হল Oppo Reno 8T 5G-এর ভারতীয় দাম ও সেলের তারিখ
ওপ্পো রেনো ৮টি ৫জি কোম্পানির একটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বাজারে আসতে চলেছে। এটি একটিমাত্র স্টোরেজ বিকল্পের সাথে ভারতীয় বাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর এখন টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, এদেশে Reno 8T 5G-এর লঞ্চ মূল্য ২৯,৯৯০ টাকা রাখা হবে। এছাড়াও, তিনি প্রকাশ করেছেন যে ফোনটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশে কেনার জন্য উপলব্ধ হবে। অভিষেক যাদব জানিয়েছেন যে, রেনো ৮টি ৫জি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। কোম্পানি যদিও এখনও ডিভাইসটির লঞ্চ সম্পর্কে বিস্তারিত কিছু নিশ্চিত করেনি, তবে আশা করা যায় ওপ্পো খুব শীঘ্রই ফোনটির ওপর থেকে পর্দা সরাবে।
জানিয়ে রাখি, ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ রেনো ৮টি ৫জি সম্পর্কে অনেক তথ্যই ফাঁস হয়েছে। ফোনটির ভারতীয় সংস্করণে ৮ জিবি র্যাম পাওয়া যাবে। ফোনটি ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজও অফার করবে। রেনো ৮টি ৫জি-এর একটি লাইভ ভিডিও-ও কিছুদিন আগে ফাঁস হয়েছে। এটি প্রকাশ করেছে যে, নতুন হ্যান্ডসেটটির সামনে একটি কার্ভড ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের চারপাশের বেজেলগুলি মোটামুটি স্লিম হবে এবং এর শীর্ষে একটি হোল-পাঞ্চ কাটআউট উপস্থিত থাকবে।
রেনো ৮টি ৫জি-এর ব্যাক প্যানেলে পিল আকৃতির ক্যামেরা মডিউল অবস্থান করবে এবং মডিউলের ভিতরে দুটি বৃত্তাকার ক্যামেরা কাটআউট দেখা যাবে। ওপরের কাটআউটে প্রাইমারি সেন্সর এবং নীচের ক্যামেরা রিংয়ের মধ্যে দুটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে৷
স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Reno 8T 5G-এ ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ১০-বিট প্যানেল থাকতে পারে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১১০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। সেলফির জন্য, Reno 8T 5G-এর ডিসপ্লের ওপর পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 8T 5G মডেলটি ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এআই (AI) ফেস আনলক ফিচারটি মিলবে। Oppo Reno 8T 5G-তে কোনও ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকবে না বলেই মনে করা হচ্ছে, তবে এটি অডিওর জন্য ডুয়েল স্পিকার অফার করতে পারে। এই ওপ্পো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে রান করবে বলে আশা করা হচ্ছে।