POCO C75 5G ভারতে 8000 টাকার কমে লঞ্চ হল, 50MP ক্যামেরা সহ রয়েছে 5160mAh ব্যাটারি

POCO C75 5G Launched: ভারতে পোকো C75 5G এর 4GB RAM + 64GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। এর সেল শুরু হবে 19 ডিসেম্বর থেকে।

Update: 2024-12-17 18:03 GMT

আজ অর্থাৎ 17 ডিসেম্বর ভারতে লঞ্চ হল POCO C75 5G। ফোনটির দাম রাখা হয়েছে 8,000 টাকার কম। তাই যারা সস্তায় 5G স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য এটি দুর্দান্ত একটি বিকল্প হতে পারে। ফিচারের কথা বললে, পোকোর এই লেটেস্ট ফোনে এইচডি + রেজোলিউশন এবং 600 নিট ব্রাইটনেস সহ 120Hz LCD স্ক্রিন আছে। আবার এন্ট্রি লেভেল এই ডিভাইসে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5160mAh ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

POCO C75 5G এর দাম ও সেলের তারিখ

ভারতে পোকোর ফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। পোকো C75 5G এর 4GB RAM + 64GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 7,999 টাকা। ডিভাইসটি এনচ্যান্টেড গ্রিন, অ্যাকোয়া ব্লু এবং সিলভার স্টারডাস্ট কালারে পাওয়া যাবে। ফোনটি 19 ডিসেম্বর দুপুর 12 টা থেকে ফ্লিপকার্টে কেনা যাবে।

POCO C75 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

পোকো C75 5G স্মার্টফোনের সামনে 6.88-ইঞ্চি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 4s Gen 2 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি 4 জিবি ফিজিক্যাল ও 4 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। ফোনটি 64 জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

পোকো C75 5G ফোনে 5G SA নেটওয়ার্ক সাপোর্ট করবে, অর্থাৎ আপনার কাছে জিও সিম থাকলেই এই ডিভাইস ব্যবহার করতে পারবেন। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসের পিছনে এফ / 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেল সনি সেন্সর এবং সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পোকোর নতুন ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এর সাথে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W চার্জিং সাপোর্ট করবে। তবে বক্সে 33W চার্জার দেওয়া হবে।

Tags:    

Similar News