রূপে গুণে দুর্ধর্ষ, Realme 11 সিরিজ 200MP ক্যামেরা ও 100W চার্জিং সহ সস্তায় লঞ্চ হল

Update: 2023-05-10 14:02 GMT

রিয়েলমি অবশেষে চীনে তাদের বহু প্রত্যাশিত Realme 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। এই সিরিজে Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+ নামে তিনটি মডেল উন্মোচন করা হয়েছে। ফোনগুলি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity প্রসেসর, উন্নত ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস অফার করে। Relame 11 সিরিজের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme 11 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন

রিয়েলমি ১১ সিরিজের ডিজাইন অনেকটাই ভিন্ন এবং অত্যন্ত আকর্ষণীয়। রিয়েলমি ১০ সিরিজের দেখতে পাওয়া বক্সি লুকের বিপরীতে, উত্তরসূরি মডেলগুলির কোণ এবং প্রান্তগুলিতে আরও কার্ভি ডিজাইন রয়েছে। এছাড়া, নিঃসন্দেহে সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে একটি হল রিয়ার ক্যামেরা মডিউল। রিয়েলমি ১১, ১১ প্রো এবং ১১ প্রো প্লাসের পিছনে বড় গোল ক্যামেরা আইল্যান্ড রয়েছে।

এছাড়াও, মডেলগুলি একেবারে নতুন কালার অপশনের সাথে এসেছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সানরাইজ বেইজ। যদিও এই সংস্করণটি সবচেয়ে দামী মডেলের জন্য উপলব্ধ এবং এতে ক্যামেরা মডিউলের জন্য সোনালী ফ্রেমের সাথে ফেক লেদার এবং উল্লম্ব গোল্ড এবং সিলভার স্টিচিং রয়েছে। কোম্পানি এটি জনপ্রিয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচির প্রাক্তন ডিজাইনার মাত্তেও মেনেত্তর সহযোগিতায় ডিজাইন করেছে।

স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, রিয়েলমি ১০ প্রো সিরিজে লম্বা ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এছাড়াও, ফ্ল্যাগশিপ ১১ প্রো প্লাস মডেলটিতে ২,১৬০ পিডাব্লিউএম ডিমিং, ১০০ শতাংশ ডিসিআই পি৩ (DCI P3) কালার গ্যামট সাপোর্ট এবং একটি কার্ভড ফ্রন্ট প্যানেল রয়েছে। আবার স্ট্যান্ডার্ড রিয়েলমি ১১ মডেলে ছোট ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ৪৩০ নিট ব্রাইটনেস এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

Realme 11 Pro এবং Pro Plus মডেলটি অনেকাংশে অভিন্ন। যেমন, দুটি মডেলই মিডিয়াটেকের নতুন ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর দ্বারা চালিত। এটি মূলত ডাইমেনসিটি ১০৮০ মেগাপিক্সেলের একটি রিব্র্যান্ডেড ভার্সন। অন্যদিকে, বেস মডেলটি ডাইমেনসিটি ৬০২০ চিপসেট দ্বারা চালিত। হাই-এন্ড প্রো মডেলগুলিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে, যেখানে স্ট্যান্ডার্ড Realme 11-এ ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে। Realme 11 Pro সিরিজ ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল মেমরি সম্প্রসারণ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Realme 11 Pro-এর ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর আছে। আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। অন্যদিকে, Realme 11 Pro+ মডেলের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ২০০ মেগাপিক্সেলের (স্যামসাং আইএসওসেল এইচএম৩) এবং পিক্সেলের আকার ২.২৪ মাইক্রোমিটার (μm)। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে।

Realme 11 Pro+ এর প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত রয়েছে। আর ফ্রন্ট প্যানেলে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। আর স্ট্যান্ডার্ড Realme 11-এ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 11 Pro এবং Pro বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। যদিও, 11 Pro মডেলটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং আর 11 Pro+ দ্রুততর ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড Realme 11 মাত্র ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে। তিনটি মডেলই অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0)-এ রান করে। বেস মডেলে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড স্লট মিলবে। আর প্রো সিরিজের ডলবি অ্যাটমস-এনেবল ডুয়েল স্পিকার এবং হাই রেস অডিও সার্টিফিকেশন রয়েছে। এমনকি, Realme 11 Pro+ এনএফসি (NFC) ফাংশনালিটি অফার করে।

Realme 11 সিরিজের মূল্য, রঙের বিকল্প এবং লভ্যতা

Realme 11 ফোনটি দুটি কালার অপশনে চীনের মার্কেটে উপলব্ধ, এগুলি হল অরেঞ্জ এবং ব্ল্যাক। আর Realme 11 Pro এবং 11 Pro Plus সিরিজ তিনটি কালার ভ্যারিয়েন্টে বাজারে এসেছে - অ্যাস্ট্রাল ব্ল্যাক, সানরাইজ বেইজ এবং ওসিস গ্রিন। শেষের দুটি বিকল্পে ফেক লেদার এবং স্ট্রিপ ডিজাইন রয়েছে। Realme 11 সিরিজের সকল মেমরি কনফিগারেশনের দামগুলি নিম্নরূপ।

Realme 11

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৯,০০০ টাকা)

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,৩১০ টাকা)

Realme 11 Pro

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১,৬৯৯ ইউয়ান (প্রায় ২০,১৩০ টাকা)

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৭০০ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,১০০ টাকা)

Realme 11 Pro+

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,৯০০ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৪৫০ টাকা)

১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,১৬০ টাকা)

Realme 11 সিরিজের ডিভাইসগুলির জন্য প্রি-অর্ডার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রো সিরিজের মডেলগুলির আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। ব্র্যান্ডটি এই মডেলগুলির সাথে প্রি-অর্ডার চলাকালীন ১০০ ইউয়ানের বেশি ডিসকাউন্ট সহ নানান অফারও দেবে বলে জানা গেছে। তবে, Realme 11 সিরিজটি ভারত তথা গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে, সেসম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।

Tags:    

Similar News