পুরো 6000 টাকা ডিসকাউন্ট! দু'দিন 120W চার্জিংয়ের Realme GT 6T অবিশ্বাস্য দামে কেনা যাবে
Realme GT 6T ফোনের সামনে দেখা যাবে 6.78 ইঞ্চি 8T LTPO AMOLED ডিসপ্লে, এই স্ক্রিন 2780×1264 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটসের পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে।
ফাটাফাটি পারফরম্যান্স এবং অসাধারণ ক্যামেরার কোনো ফোন খুঁজে থাকলে আপনি Realme GT 6T 5G কিনতে পারেন। এতে স্ন্যাপড্রাগনের প্রিমিয়াম প্রসেসর সহ 32MP সেলফি ক্যামেরা পাবেন। এছাড়াও রয়েছে অ্যামোলেড ডিসপ্লে ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর অ্যামাজনে 11 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে রিয়েলমি পারফরম্যান্স উইক সেল। এই সেলে ফোনটি বাম্পার ডিসকাউন্টে কেনা যাবে। Realme GT 6T 5G এর 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 32,998 টাকা। তবে সেলে 6,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এরজন্য যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়াও এক্সচেঞ্জ অফারে পুরানো ফোন বদলে 28,500 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। আসুন এর স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Realme GT 6T ফিচার এবং স্পেসিফিকেশন
রিয়েলমির এই ফোনের সামনে দেখা যাবে 6.78 ইঞ্চি 8T LTPO AMOLED ডিসপ্লে, এই স্ক্রিন 2780×1264 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটসের পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। ডিভাইসটি 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র্যাম এবং 512 জিবি পর্যন্ত ইউএফএস 4.0 ইন্টারনাল স্টোরেজ অপশন সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।
এর সাথে আছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফির জন্য এই ফোনে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার দেওয়ার জন্য 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। অপারেটিং সিস্টেমের কথা বললে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।