Realme 12x: রিয়েলমির বড় ধামাকা, লঞ্চ করবে 50 মেগাপিক্সেল ক্যামেরার নয়া ফোন

Update: 2024-03-13 14:00 GMT

রিয়েলমি সম্প্রতি ভারতে Realme 12 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Realme 12 এবং Realme 12+ লঞ্চ করেছে। এর আগে কোম্পানিটি Relame 12 Pro সিরিজও দেশে এনেছে। আবার শোনা যাচ্ছে, ব্র্যান্ডটি Realme 12 সিরিজের আরেকটি নতুন মডেলের ওপর কাজ করছে, সম্ভবত যার নাম হবে Realme 12x। ফোনটি এখন ইউরোপের ইইসি (EEC) এবং ক্যামেরা এফভি-৫ (Camera FV-5) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে নানা তথ্য সামনে এনেছে।

Realme 12x হাজির EEC ও Camera FV-5 ডেটাবেসে

প্রথমেই জানাই, RMX3997 মডেল নম্বর সহ রিয়েলমি ১২এক্স এর আগে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG), টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর মতো একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। এগুলি ইঙ্গিত করে, এটি শীঘ্রই বিশ্ববাজারে পা রাখতে পারে। এছাড়া, ব্লুটুথ এসআইজি লিস্টিং ফোনটিতে ব্লুটুথ ৫.৩ ভার্সন নিশ্চিত করেছে। টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন থেকে জানা গেছে যে, রিয়েলমি ১২এক্স-এ ৪,৮৯০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং অফার করবে।

নাম অনুযায়ী, রিয়েলমি ১২এক্স হল গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া রিয়েলমি ১১এক্স-এর উত্তরসূরি। ফোনটি এখন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি-এর সার্টিফিকেশন সাইটেও RMX3997 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। তবে এই সার্টিফিকেশনটি আসন্ন স্মার্টফোনের বিষয়ে অন্য কোনও বিশদ তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে, ক্যামেরা এফভি-৫ ডেটাবেস প্রকাশ করেছে যে, রিয়েলমি ১২এক্স ৫জি-এর প্রাইমারি ক্যামেরাতে ২৮ মিলিমিটার ফোকাল লেন্থ এবং এফ/১.৮ অ্যাপারচার থাকবে। প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর হবে বলে আশা করা হচ্ছে। আর, Realme 12x-এর সেলফি ক্যামেরাটি এফ/২.০ অ্যাপারচার সহ ২৬ মিলিমিটার ফোকাল লেন্থ-এর সাথে ক্যামেরা এফভি-৫ ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে।

Tags:    

Similar News