আগস্টে ধামাকা করতে আসছে Realme GT 5, 240W ফাস্ট চার্জিং, 144hz ডিসপ্লে সহ ভরপুর ফিচার্স
রিয়েলমি খুব শীঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসাবে লঞ্চ করতে চলেছে Realme GT 5। কারণ ব্র্যান্ডের তরফ থেকে সরাসরি এই বিষয়ে একপ্রকার নিশ্চিত করা হয়েছে। চীনে একটি প্রদর্শনী অনুষ্ঠানে "Realme GT 5" নামটি সংস্থার নিজস্ব বুথে দেখা গিয়েছে। এদিকে বিগত ক'মাস ধরে স্মার্টফোনটি নিয়ে নানা খবর অনলাইনে ভেসে বেড়াচ্ছে।
Realme GT 5 আগামী মাসেই লঞ্চ হতে পারে চীনের বাজারে
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট সহ রিয়েলমির পরবর্তী ফোন রিয়েলমি জিটি ৫ নামে লঞ্চ হতে চলেছে। চায়না জয় ২০২৩ প্রদর্শনীতে স্থান করে নেওয়া রিয়েলমির বুথের একটি ছবি সামনে এসেছে, যেখানে এই নামটি দেখা গেছে। জিটি ৫ সিরিজে রেগুলার মডেলের পাশপাশি রিয়েলমি জিটি ৫ প্রো মডেলও থাকবে, যা কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপ দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে। স্ট্যান্ডার্ড জিটি ৫ আগস্টে লঞ্চ হলেঅও, জিটি ৫ প্রো এই বছরের শেষের দিকে বা ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে৷
Realme GT 5 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
রিয়েলমি জিটি ৫-এ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকতে পারে, যা 1.5Kরেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে আসবে, যা সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত থাকবে। রিয়েলমি জিটি ৫ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে, যার ওপরে রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) সফ্টওয়্যার স্কিনের একটি স্তর থাকবে।
ফটোগ্রাফির জন্য, Realme GT 5-এর রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। আর সামনের দিকে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme GT 5 দুটি ব্যাটারি ও চার্জিং ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। একটি সংস্করণে মিলবে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর অন্য মডেলটিতে ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,২০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
এছাড়া, উচ্চতর Realme GT 5 Pro ফোনটি এখনও লঞ্চ না হওয়া Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এটিই কোম্পানির প্রথম ফোন হতে পারে, যা পেরিস্কোপ জুম ক্যামেরা অফার করবে।