সুন্দর ডিজাইনে নজর কাড়বে, Realme GT 5-এর ফিচার্স শুনলেও আপনি তাকাতে বাধ্য

Update: 2023-08-21 07:24 GMT

রিয়েলমি তাদের বহু প্রতীক্ষিত Realme GT 5 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি চলতি মাসেই চীনে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টের মাধ্যমে আসন্ন ডিভাইসটির কিছু বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। এমনকি, সম্প্রতি একটি ফাঁস হওয়া রেন্ডার এবং টেনা (TENAA) সার্টিফিকেশনে প্রদর্শিত ছবিগুলি Realme GT 5-এর রিয়ার প্যানেলের ডিজাইনটিও প্রদর্শন করেছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টারের সৌজন্যে এই রিয়েলমি ফোনটির একটি নতুন রেন্ডার সামনে এসেছে, যা স্পষ্টভাবে ফোনের সামনের ডিজাইনটি তুলে ধরেছে।

Realme GT 5-এর সামনের ডিজাইন প্রকাশ্যে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-এর একটি পোস্টে রিয়েলমি জিটি ৫-এর সামনের অংশের একটি ছবি শেয়ার করেছেন। ফাঁস হওয়া ইমেজটি দেখায় যে, ডিভাইসটির পাঞ্চ-হোল ডিসপ্লেটি আল্ট্রা-স্লিম বেজেল দ্বারা বেষ্টিত হবে। ইমেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে যে, জিটি ৫-এর নীচে একটি সিম স্লট, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল রয়েছে।

এছাড়া রেন্ডারটি দেখে মনে হচ্ছে, রিয়েলমি তাদের এই নতুন ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনটিতে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করবে না। এতে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ধাতু নির্মিত ফ্রেম থাকবে। টিপস্টার দাবি করেছেন যে, এই হ্যান্ডসেটের বেজেল তিনটি ফোনের মধ্যে সবচেয়ে সংকীর্ণ। মনে করা হচ্ছে, ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্ভবত একে সম্প্রতি উন্মোচিত ওয়ানপ্লাস এস২ প্রো এবং রেডমি কে৬০ আল্ট্রা (ওরফে এক্সট্রিম এডিশন)-এর সাথে তুলনা করেছেন। তার মতে, রিয়েলমি জিটি ৫-এর রিয়ার শেলটির টেক্সচার বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনের চেয়ে ভাল হবে।

ইতিমধ্যেই জানা গেছে যে, Realme GT 5-এ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ১.৫কে রেজোলিউশন অফার করতে সক্ষম। কোম্পানি আগেই জানিয়েছে যে, আগস্ট মাসে চীনে GT 5 উন্মোচন করা হবে। তবে লঞ্চের তারিখ এখনও ঘোষণা হয়নি।

উল্লেখযোগ্যভাবে, Realme GT 5 দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে। একটিতে মিলবে ২৪০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি। আর অপরটি ৫,২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী ব্যাটারি থাকবে, যা ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Gen 2 চিপসেট দ্বারা চালিত ফোনটি ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং সর্বোচ্চ ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে পারে।

আর ফটোগ্রাফির জন্য, Realme GT 5-এর ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করবে, যা একটি ৮ মেগাপিক্সেল এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক লেন্সের সাথে যুক্ত থাকবে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

Tags:    

Similar News