Realme GT 7 Pro ফোনের প্রথম সেল আজ, 3000 টাকা ছাড়, জলের নিচে ছবি তোলা যাবে

ভারতে রিয়েলমি জিটি 7 প্রো এর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা এবং 16GB+512GB ভ্যারিয়েন্টের দাম 65,999 টাকা। মার্স অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে এই দুটি রঙে Realme GT 7 Pro পাওয়া যাবে।

Update: 2024-11-29 04:34 GMT

Highlights

• Realme GT 7 Pro আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে।

• রিয়েলমি জিটি 7 প্রো এর প্রথম সেল realme.com, amazon.in এবং রিটেল স্টোরে অনুষ্ঠিত হবে।

• রিয়েলমি জিটি 7 প্রো এর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা এবং 16GB+512GB ভ্যারিয়েন্টের দাম 65,999 টাকা।

Realme GT 7 Pro First Sale: রিয়েলমি সম্প্রতি ভারতে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Realme GT 7 Pro লঞ্চ করেছে। এটি ভরতের প্রথম স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর চালিত ফোন। আজ প্রথমবার ডিভাইসটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। দুপুর 12টা থেকে এই সেল শুরু হবে। প্রথম সেলে ফোনটি লোভনীয় ব্যাঙ্ক অফারসহ কেনা যাবে। ফ্ল্যাগশিপ প্রসেসর ছাড়াও রিয়েলমির এই স্মার্টফোনে 16 জিবি পর্যন্ত র‌্যাম, 512 জিবি পর্যন্ত স্টোরেজ, বড় AMOLED ডিসপ্লে এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার এটি আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সহ দুর্দান্ত ক্যামেরা ফিচার অফার করবে। আপনি এর মাধ্যমে জলের নিচে ছবি তুলতে পারবেন।

Realme GT 7 Pro এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম

ভারতে রিয়েলমি জিটি 7 প্রো এর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা এবং 16GB+512GB ভ্যারিয়েন্টের দাম 65,999 টাকা। মার্স অরেঞ্জ এবং গ্যালাক্সি গ্রে এই দুটি রঙে ডিভাইসটি পাওয়া যাবে।

সেল অফার

রিয়েলমি জিটি 7 প্রো এর প্রথম সেল realme.com, amazon.in এবং রিটেল স্টোরে অনুষ্ঠিত হবে। ক্রেতারা উভয় ভ্যারিয়েন্টের সাথে 3,000 টাকা ব্যাঙ্ক অফার পাবেন। এছাড়া রয়েছে 12 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এবং 1 বছরের অতিরিক্ত স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন।

এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির ফিচার

Realme GT 7 Pro ফোনে 6.78-ইঞ্চি LTPO AMOLED প্যানেল দেওয়া হয়েছে, যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন এবং 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট অফার করে। এর কোয়াড-কার্ভড স্ক্রিন ডলবি ভিশন এবং এইচডিআর 10+ কনটেন্ট সাপোর্ট করে। ফোনটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি এবং এতে রয়েছে এজি গ্লাস রিয়ার প্যানেল। ধুলো এবং জল প্রতিরোধের জন্য রয়েছে IP69 রেটিং।

আগেই বলেছি রিয়েলমি জিটি 7 প্রো ভারতের প্রথম ফোন যেখানে নতুন স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট ব্যবহার করা হয়েছে। চিপসেটটি 3nm ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় নির্মিত। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রিয়েলমি ইউআই 6.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। রিয়েলমি নিশ্চিত করেছে যে, এর সাথে তিন বছরের সফটওয়্যার আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ক্যামেরায় আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড রয়েছে

রিয়েলমি জিটি 7 প্রো ফোনে আকর্ষণীয় ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল 50-মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো সেন্সর এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড Sony IMX355 সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসে ফ্ল্যাশ স্ন্যাপ মোড এবং এআই জুম আল্ট্রা ক্ল্যারিটি সহ এআই আল্ট্রা-ক্লিয়ার স্ন্যাপ ক্যামেরা মোড রয়েছে। এটি প্রথম আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড অফারকারী ফোন।

120W ফাস্ট চার্জিং, 5800mAh ব্যাটারি

রিয়েলমি জিটি 7 প্রো এর চীনা ভ্যারিয়েন্টে 6500mAh ব্যাটারি রয়েছে, তবে ভারতে এটি 5800mAh ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, মাত্র 30 মিনিটেই এই ব্যাটারি 1 থেকে 100 শতাংশ চার্জ হবে।

Tags:    

Similar News