লঞ্চের আগেই Realme GT Neo 6 SE-এর ডিজাইন ফাঁস, ফিচার্স শুনলে কিনতে ছুটবেন
রিয়েলমি বর্তমানে তাদের GT Neo 6 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে খবর আসতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম হল Realme GT Neo 6 SE মডেলটি। ইতিমধ্যেই কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, ফোনটি Qualcomm Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ আসবে। এবার Realme GT Neo 6 SE-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু নতুন তথ্য উঠে এসেছে।
Realme GT Neo 6 SE-এর স্কিম্যাটিক এবং বৈশিষ্ট্য
ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন নতুন রিয়েলমি জিটি নিও 6 এসই-এর ডিজাইন স্কিম্যাটিকটি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে যে, ফোনটির ক্যামেরা মডিউলটি তার পূর্বসূরি, জিটি নিও ৫ এসই-এর সাথে সাদৃশ্যপূর্ণ। ডিভাইসের প্রান্ত পর্যন্ত প্রসারিত এই মডিউলটির মধ্যে তিনটি স্বতন্ত্র ক্যামেরার রিং অবস্থান করছে। আর পাওয়ার এবং ভলিউম কন্ট্রোল বাটনগুলি ডানদিকে উপস্থিত রয়েছে।
ডিজাইন ছাড়াও, টিপস্টার রিয়েলমি জিটি নিও 6 এসই-এর কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছেন। আগেই নিশ্চিত করা স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3 চিপসেট ছাড়াও, ফোনটিতে 8T এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে এবং 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি রয়েছে বলে জানা গেছে। এটি পূর্বসূরি জিটি নিও 5 এসই-এর মতো একই ব্যাটারি এবং চার্জিং ক্ষমতা অফার করবে বলে অনুমান করা হচ্ছে। তাই এক্ষেত্রে খুব একটা আপগ্রেড দেখা যাবে না।
তবে, টিপস্টার বলেছেন যে, ফোনটি দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করতে পারে, যা মূলত লো-টেম্পারেচার পলি ক্রিস্টালাইন অক্সাইড (LTPO) ডিসপ্লের কারণে সম্ভব হবে। এছাড়াও, ডিজিটাল চ্যাট স্টেশন উল্লেখ করেছেন যে, রিয়েলমি জিটি নিও 6 এসই আগের প্রজন্মের মডেলের তুলনায় হালকা এবং স্লিম হতে চলেছে।
উল্লেখ্য, Realme GT Neo 6 SE একটি ক্রমবর্ধমান সিরিজের অংশ মাত্র। লাইনআপে ফোনটির সাথে স্ট্যান্ডার্ড Realme GT Neo 6-ও অন্তর্ভুক্ত রয়েছে, যা Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে। সম্প্রতি একে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। তাই আপাতত আসন্ন GT Neo 6 সিরিজে অন্তত দুটি নতুন মডেল থাকবে বলে আশা করা হচ্ছে।