Realme Neo 7 বাহুবলী 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দুর্দান্ত ফিচারের সঙ্গে সেরা ফটোগ্রাফি

রিয়েলমি নিও 7 এর 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2199 ইউয়ান (প্রায় 25,665 টাকা)। Realme Neo 7 এর 16GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2299 ইউয়ান (প্রায় 26,835 টাকা)।

Update: 2024-12-11 13:57 GMT

Highlights

• Realme Neo 7 আজ চীনে লঞ্চ হয়েছে। এটি ব্র্যান্ডের প্রথম মোবাইল ফোন যেখানে 7000mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে।

• রিয়েলমি নিও 7 এর 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2199 ইউয়ান (প্রায় 25,665 টাকা)।

• রিয়েলমি বলছে যে যদি 4 বছরের মধ্যে ফোনের ব্যাটারি ক্ষমতা 80% এর নিচে নেমে যায় তবে ক্রেতারা বিনামূল্যে পাল্টে নিতে পারবেন।

রিয়েলমি আজ তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Realme Neo 7 লঞ্চ করেছে, যার দাম শুরু হয়েছে প্রায় 25 হাজার টাকা থেকে। এটি ব্র্যান্ডের প্রথম মোবাইল ফোন যেখানে 7000mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে। রিয়েলমি বলছে যে যদি 4 বছরের মধ্যে ব্যাটারি ক্ষমতা 80% এর নিচে নেমে যায় তবে তারা বিনামূল্যে পাল্টে দেবে। শক্তিশালী ব্যাটারি ছাড়াও Realme Neo 7 ডিভাইসে রয়েছে পাওয়ারফুল প্রসেসর ও অসাধারণ ক্যামেরা। আপাতত চীনে লঞ্চ হয়েছে ডিভাইসটি। 16 ডিসেম্বর থেকে এর প্রথম সেল শুরু হবে।

Realme Neo 7 এর দাম ও সেলের তারিখ

রিয়েলমি নিও 7 এর 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2199 ইউয়ান (প্রায় 25,665 টাকা)।

এর 16GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2299 ইউয়ান (প্রায় 26,835 টাকা)।

নিও 7 এর 12GB র‌্যাম + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 2499 ইউয়ান (প্রায় 29,170 টাকা)।

আবার এর 16GB র‌্যাম + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2799 ইউয়ান (প্রায় 32,600 টাকা)।

এছাড়া ফোনটির 16GB র‌্যাম + 1TB স্টোরেজ কিনতে খরচ হবে 3299 ইউয়ান (প্রায় 38,500 টাকা)।

রিয়েলমি নিও 7 এর প্রথম সেলে 12GB + 256GB মডেলে 100 ইউয়ান (1,167 টাকা) ছাড় পাওয়া যাবে। ফোনটি আজ থেকে প্রি-অর্ডার করা যাবে এবং 16 ডিসেম্বর থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Realme Neo 7 এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে: রিয়েলমি নিও সিরিজের নতুন স্মার্টফোনে আছে 6.78-ইঞ্চি 1.5K 120Hz কাস্টম বিওই স্ক্রিন। এই ডিসপ্লে 6000 নিটস পিক ব্রাইটনেস, 1.49 মিমি আল্ট্রা-ন্যারো বেজেল, হার্ডওয়্যার-লেভেল ফুল ব্রাইটনেস ডিসি-লাইক ডিমিং এবং 2600Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

প্রসেসর ও কুলিং সিস্টেম: দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে এয়ারফ্লো কোল্ড ফ্রন্ট কুলিং সিস্টেম সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ চিপসেট দেওয়া হয়েছে। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত র‌্যাম + 1 টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রিয়েলমি নিও 7 ফোনের পিছনে ওআইএস সহ 50MP সনি IMX882 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

বিল্ড কোয়ালিটি: ধুলো ও জল প্রতিরোধের জন্য এই ডিভাইসে রয়েছে IP69+IP68 রেটিং।

ব্যাটারি: রিয়েলমির নতুন এই স্মার্টফোনে বিশাল 7000mAh টাইটান ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W স্মার্ট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে। এতে রিভার্স চার্জিং ফিচারও আছে। প্রথম সেলে ক্রেতারা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি পাবেন। রিয়েলমি বলছে যে যদি 4 বছরের মধ্যে ব্যাটারি ক্ষমতা 80% এর নিচে নেমে যায় তবে ক্রেতারা বিনামূল্যে পাল্টে নিতে পারবেন।

Tags:    

Similar News