Realme V60 Pro চ্যালেঞ্জিং দামে 24GB র্যাম ও 5600mAh ব্যাটারি সহ লঞ্চ হল
রিয়েলমি আজ তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন Realme V60 Pro লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় 19,000 টাকা থেকে। এই রিয়েলমি V60 প্রো ফোনে আছে 5600mAh ব্যাটারি এবং ফিজিক্যাল ও ভার্চুয়াল মিলিয়ে মোট 24 জিবি র্যাম।
Highlights
• রিয়েলমি আজ চীনে Realme V60 Pro লঞ্চ করেছে।
• রিয়েলমি V60 প্রো এর 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1599 ইউয়ান (প্রায় 18,675 টাকা)।
• এই রিয়েলমি ফোনে আছে 5600mAh ব্যাটারি এবং ফিজিক্যাল ও ভার্চুয়াল মিলিয়ে মোট 24 জিবি র্যাম।
রিয়েলমি আজ তাদের নতুন বাজেট 5G স্মার্টফোন Realme V60 Pro লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় 19,000 টাকা থেকে। এই রিয়েলমি ফোনে আছে 5600mAh ব্যাটারি এবং ফিজিক্যাল ও ভার্চুয়াল মিলিয়ে মোট 24 জিবি র্যাম। এছাড়া ক্রেতারা এই ডিভাইসের সাথে এক বছরের ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি + দুই বছরের ওয়ারেন্টি পাবেন। আপাতত চীনে লঞ্চ হয়েছে হ্যান্ডসেটটি। আসুন রিয়েলমি V60 প্রো এর দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme V60 Pro এর দাম
রিয়েলমি V60 প্রো এর 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1599 ইউয়ান (প্রায় 18,675 টাকা) এবং 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 1799 ইউয়ান (প্রায় 21,015)। এটি অবসিডিয়ান গোল্ড, রক ব্ল্যাক এবং লাকি রেড কালারে পাওয়া যাবে। ইতিমধ্যেই চীনে এর বিক্রি শুরু হয়েছে।
Realme V60 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি ফোনে আছে 6.67 ইঞ্চি HD+ এলসিডি স্ক্রিন আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে রয়েছে 12 জিবি ফিজিক্যাল র্যাম + 12 জিবি ভার্চুয়াল র্যাম। রিয়েলমি ভি সিরিজের এই ডিভাইসে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68 + IP69 রেটিং উপস্থিত। শুধু তাই নয়, এই ফোনে মিলিটারি গ্রেড ড্রপ রেজিস্ট্যান্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5600mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ডিজাইনের কথা বললে, রিয়েলমি V60 প্রো কে দেখতে অনেকটাই ভিয়েতনামে লঞ্চ হওয়া রিয়েলমি সি৭৫-এর মতো। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।