চার্জের টেনশন থেকে মুক্তি, 6,500mah ব্যাটারির সঙ্গে আসছে Red Magic 10

Update: 2024-06-12 06:51 GMT

রেড ম্যাজিক (Red Magic) তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। আর এখন এক সূত্র মারফৎ আসন্ন Red Magic 10 সিরিজটির সর্ম্পকে কিছু নতুন তথ্য ফাঁস হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এই লাইনআপের ডিভাইসগুলি টপ-এন্ড স্পেসিফিকেশন এবং ফিচার সহ আসবে এবং চলতি বছরের শেষের দিকে কোনও সময় লঞ্চ হতে পারে। Red Magic 10 সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত কি কি জানা গেছে, আসুন দেখে নেওয়া যাক।

Red Magic 10 গেমিং স্মার্টফোন সিরিজ শীঘ্রই আসছে বাজারে

সুপরিচিত টিপস্টার স্মার্ট পিকাচু তার ওয়েইবো ( চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) অ্যাকাউন্ট থেকে রেড ম্যাজিক ১০ সিরিজ সর্ম্পকে একাধিক তথ্য শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন যে, নতুন গেমিং স্মার্টফোনটি আগামী নভেম্বর মাসে লঞ্চ হতে চলেছে৷ যদিও এর সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি, তবে এটি গত বছরের রেড ম্যাজিক ৯ সিরিজের লঞ্চের সাথে সামঞ্জস্যপূর্ণ৷ রেড ম্যাজিক ১০ সিরিজে সম্ভবত রেড ম্যাজিক ১০, রেড ম্যাজিক ১০ প্রো এবং রেড ম্যাজিক ১০ প্রো প্লাস মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে। টিপস্টার এরসাথে যোগ করেছেন যে, নতুন লাইনআপটি কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ডুয়েল-কোর ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর দ্বারা চালিত হবে।

তবে এই মুহূর্তে "ডুয়েল-কোর" এর অর্থ কী তা স্পষ্ট নয়। এই হাই-এন্ড চিপসেটটি একটি শক্তিশালী হিট ডিসিপেশন সিস্টেমের সাহায্যে ঠান্ডা করা হবে। এই অ্যাক্টিভ কুলিং প্রযুক্তি কীভাবে কাজ করে, তা স্পষ্ট নয়। তবে এতে পূর্বসূরি মডেলগুলির মতো একটি আরজিবি ফ্যান থাকতে পারে। শুধু তাই নয়, রিপোর্টে যোগ করা হয়েছে যে স্মার্টফোনগুলিকে একটি বিশাল ব্যাটারির সাথে পরীক্ষা করা হচ্ছে, এটি ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন সেল হতে পারে। রেড ম্যাজিক ১০ সিরিজে চীনা ডিসপ্লে প্রস্তুতকারক বিওই (BOE) দ্বারা নির্মিত ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে যা ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করে।

এছাড়া, টিপস্টার দাবি করেছেন যে, Red Magic 10 সিরিজের স্মার্টফোনে মোবাইল গেমিংয়ের জন্য ডেডিকেটেড বাটনও থাকবে। এটি আশ্চর্যের নয়, কারণ এগুলি রেড ম্যাজিকের নম্বর সিরিজের আগের মডেলগুলিতেও উপস্থিত ছিল। তবে এর বেশি তথ্য টিপস্টার তার সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেননি। Red Magic 10 সিরিজের সর্ম্পকে আগামী দিনে আরও জানা যাবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News