Redmi A2+ মাত্র ৮৪৯৯ টাকায় ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ফিচার
টেক জায়ান্ট Xiaomi চলতি বছরের মে মাসে ভারতের বাজারে Redmi A2 স্মার্টফোন সিরিজ লঞ্চ করে। তখন এই সিরিজের প্লাস মডেল অর্থাৎ Redmi A2+ -কে ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছিল। যদিও লঞ্চের এক মাসের মধ্যেই সংস্থাটি তাদের এই বাজেট-রেঞ্জের হ্যান্ডসেটের জন্য ২ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত আরেকটি নয়া ভ্যারিয়েন্টের ঘোষণা করে। আর আজ অর্থাৎ ২৩শে আগস্ট এই একই স্মার্টফোনের জন্য তৃতীয় স্টোরেজ বিকল্প উপলব্ধ করা হল, যা ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করবে।
Redmi A2+ স্মার্টফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও লভ্যতা
রেডমি এ২+ স্মার্টফোনের জন্য নিয়ে আসা নতুন ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৮,৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। আগ্রহীরা এটিকে শাওমি ই-স্টোর, অ্যামাজন এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন। হ্যান্ডসেটটি প্রিমিয়াম লুকের ফক্স লেদার রিয়ার ফিনিশিং সহ এসেছে এবং সি গ্রিন, অ্যাকোয়া ব্লু ও ক্লাসিক ব্ল্যাক কালার বিকল্পে উপলব্ধ।
যেইসকল ক্রেতারা সংস্থা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেডমি এ২+ কিনবেন, তাদের ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া হবে৷ এছাড়া এই স্মার্টফোনের সাথে ১ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও প্রদান করা হবে।
প্রসঙ্গত, সংস্থার দাবি অনুসারে, সদ্য আগত ১২৮ জিবি স্টোরেজ অপশনটি স্মার্টফোনের কর্মক্ষমতা আরো উন্নত করতে সাহায্য করবে এবং পাশাপাশি বেশি স্টোরেজের কারণে আরো বেশি সংখ্যক কনটেন্ট সেভ করা যাবে।
Redmi A2+ স্মার্টফোনের স্পেসিফিকেশন
রেডমি এ২ প্লাস ফোনে সরু বেজেল পরিবেষ্টিত ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) IPS LCD স্ক্র্যাচ-প্রতিরোধী ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের এবং এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০:৯ এসপেক্ট রেশিও, ৪০০ নিট পিক ব্রাইটনেস ও ৮৮.৮৯% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। উন্নত পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর এবং পাওয়ারভিআর জিই৮৩২০ (PowerVR GE8320) জিপিইউ ব্যবহার করা হয়েছে। এই ফোনে এফএম রেডিও বর্তমান।
Redmi A2+ স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং QVGA সেকেন্ডারি লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার। তদুপরি আলোচ্য ডিভাইস ৪ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। যদিও এটি অতিরিক্তভাবে ৩ জিবি ভার্চুয়াল র্যাম ফিচার সাপোর্ট করে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ডুয়েল সিম স্লট, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই রেডমি হ্যান্ডসেটে ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।