4G-কে অবহেলা নয়, 5G-র রমরমার মাঝেও সাধারণ মানুষের কথা ভাবছে Redmi

Update: 2023-09-12 08:46 GMT

রেডমি (Redmi) তাদের জনপ্রিয় Note সিরিজের পরবর্তী স্মার্টফোনগুলি বাজারে আনার পরিকল্পনা করছে। সম্প্রতি Redmi Note 13 লাইনআপে পাঁচটি মডেলের কোডনাম এবং সম্ভাব্য বাণিজ্যিক নাম প্রকাশ হয়েছে। সূত্রের তরফে দাবি করা হয় যে, স্যাফায়ার (Sapphire), গোল্ড (Gold), জারকন (Zircon) এবং গারনেট (Garnet) কোডনেমযুক্ত ফোনগুলি যথাক্রমে Redmi Note 13 4G, Redmi Note 13 5G, Redmi Note 13 Pro (এবং Note 13 Pro+), এবং Redmi Note 13 Turbo বলা হবে৷ তবে সেই খবর সংশোধন করে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গারনেট মডেলটি Note 13 Turbo হিসাবে নয়, বরং সেটি ভিন্ন নামে লঞ্চ হবে।

Redmi Note 13 Pro 4G-এর কোডনেম হতে পারে 'Gernet'

শাওমিইউআই জানিয়েছে যে, গারনেট কোডনেমের ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপ যুক্ত একটি মিড-রেঞ্জের মডেল হবে। প্রসেসরের সঠিক নাম জানা না গেলেও দাবি করা হয়েছে যে, এর কার্যক্ষমতা অনেকাংশে রেডমির নোট ১২ ৪জি বা রেডমির নোট ১২ প্রো ৪জি-এর মতো হতে পারে। এখন শোনা যাচ্ছে, ফোনটি রেডমি নোট ১৩ টার্বোর বদলে নোট ১৩ প্রো ৪জি নামে আত্মপ্রকাশ করতে পারে। অর্থাৎ, এটুকু স্পষ্ট ৫জি-র রমরমার মাঝেও ৪জি ফোন লঞ্চ চালু রাখবে তারা।

জানিয়ে রাখি, রেডমি সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা এ মাসেই (সেপ্টেম্বর) চীনে রেডমি নোট ১৩ প্রো প্লাস স্মার্টফোনটি লঞ্চ করবে। ডিভাইসটিতে ৪ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা চিপসেট এবং উচ্চ রেজোলিউশন ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি৩ ক্যামেরা সেন্সরের কাস্টম ভার্সন রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও, শোনা যাচ্ছে, যে Redmi Note 13 Pro+ এ ৬.৬৭ ইঞ্চির কার্ভড-এজ ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এই নয়া রেডমি ফোনে শক্তিশালী ৫,১২০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে যা ১২০ হার্টজ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ফটোগ্রাফির জন্য, Note 13 Pro+ এর সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে ২০০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে।

Tags:    

Similar News