Redmi K80 Pro পারফরম্যান্সে টেক্কা দেবে অন্য স্মার্টফোনদের, প্রসেসর সহ AnTuTu স্কোর প্রকাশ সংস্থার

Redmi K80 সিরিজটি আগামী সপ্তাহেই আসছে বাজারে। লঞ্চের আগে এখন Redmi K80 Pro মডেলের প্রসেসরের নাম নিশ্চিত করলো সংস্থা।

Update: 2024-11-23 05:39 GMT

Redmi K80 Series Launch Date

শাওমি গত মাসে চীনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত Xiaomi 15 এবং Xiaomi 15 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। এখন আবার আগামী ২৭ নভেম্বর এর সাব-ব্র্যান্ড রেডমি চীনে Redmi K80 লাইনআপটি উন্মোচন করবে। বর্তমানে কোম্পানি আপকামিং সিরিজটির বিভিন্ন আকর্ষনীয় বৈশিষ্ট্যগুলি টিজ করা শুরু করেছে। এখন যেমন ব্র্যান্ডটি প্রো মডেলে ব্যবহৃত প্রসেসরটির নাম নিশ্চিত করতে একটি পোস্টার প্রকাশ্যে এনেছে৷

Redmi K80 Pro ফোনের চিপসেটের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে

রেডমি কে৮০ প্রো মডেলে কোয়ালকমের লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং গেমিং-স্পেসিফিক ডি১ গ্রাফিক্স চিপ দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। প্রসেসর এবং গেমিং চিপের এই শক্তিশালী সংমিশ্রণের কারণে ডিভাইসটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে সামগ্রিকভাবে ৩১,৯৪,৭৬৬ পয়েন্ট অর্জন করেছে।

স্পেসিফিকেশন ও ফিচার

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ এবং ডি১ চিপ ছাড়াও, রেডমি কে৮০ প্রো মডেলে থাকবে গেমিং ইঞ্জিন ৪.০, যা সমস্ত গেমের জন্য ২কে সুপার-রেজোলিউশন এবং ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) সুপার ফ্রেম কনকারেন্সি সাপোর্ট করে।

রেডমি কে৮০ সিরিজটি সিএসওটি ২কে এম৯ (CSOT 2K M9) ফ্ল্যাট স্ক্রিনের সাথে আসবে, যা ১,৮০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। চোখের ওপর চাপ কমানোর জন্য এই সিরিজের ডিভাইসগুলিতে হার্ডওয়্যার-লেভেলের ডিসি ডিমিং এবং সার্কুলার পোলারাইজেশন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হবে। তার সাথে মিলবে এওএন ইন্টেলিজেন্ট আই প্রোটেকশন ফিচার, যা ব্যবহারকারীর চোখের আচরণ নিরীক্ষণ করতে এবং উপযুক্ত রিমাইন্ডার প্রদান করতে সামনের ক্যামেরা ব্যবহার করবে।

ডিজাইন

ডিজাইনের ক্ষেত্রে, রেডমি কে৮০ প্রো, লাইট মিস্ট ডুয়েল-ওয়ার্ক ইন্টিগ্রেশন প্রক্রিয়ার সাথে সূক্ষ্ম কারুকার্য সামনে আনবে। এতে আল্ট্রা-স্লিম ১.৯ মিলিমিটার বটম বেজেল পাওয়া যাবে। এছাড়াও, রেডমি কে৮০ প্রো ফোনে শাওমির ড্রাগন ক্রিস্টাল গ্লাস ২.০, একটি আপগ্রেডেড আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, যা ভেজা হাতেও ফোনকে আনলক করতে দেবে। এই সিরিজে আইপি৬৮/আইপি৬৯ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং থাকবে।

Tags:    

Similar News