Redmi Note 12 4G নজরকাড়া ফিচারের সঙ্গে বাজারে সাড়া ফেলতে আসছে, দাম কেমন

Update: 2023-03-01 05:55 GMT

রেডমি তাদের বেশ কয়েকটি নতুন ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে Redmi A2, Redmi 12C, Redmi Note 12 4G, Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+5G। সাম্প্রতিক একটি রিপোর্টে ইউরোপীয় বাজারের জন্য Redmi A2-এর দাম সহ সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। এদিকে, Redmi 12C সম্পূর্ণ নতুন ফোন নয়, যেহেতু এটি ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে। Note 12 5G, Pro 5G, এবং Pro+ 5G-এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই, কারণ সেগুলি ইতিমধ্যেই চীন এবং ভারতে উপলব্ধ। যদিও Redmi Note 12 4G বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, তবে সার্টিফিকেশনগুলির মধ্যে কোনোটিই এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কিছু জানায়নি। কিন্তু এখন Note 12 4G-এর আনুষ্ঠানিক লঞ্চের আগে, দুই সুপরিচিত টিপস্টার ডিভাইসটির সম্পর্কে প্রায় সবকিছুই প্রকাশ করেছেন। আসুন এসম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi Note 12 4G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন, দাম

টিপস্টার স্নুপি টেক এবং সুধাংশু আম্ভোরে জানিয়েছেন যে, রেডমি নোট ১২ ৪জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন থাকবে, যার ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরা রাখার জন্য একটি পাঞ্চ-হোল কাট-আউট অবস্থান করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 4G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। এটিতে একটি ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Note 12 4G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, এনএফসি, ব্লুটুথ ৫.০ এবং আইপি৫৩ (IP53)-রেটেড বডির মতো অন্যান্য বৈশিষ্ট্যগুলি থাকবে। Note 12 4G-এর পরিমাপ হবে ১৬৫.৬৬ x ৭৫.৯৬ x ৭.৮৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৮৩.৫ গ্রাম।

দামের ক্ষেত্রে, ইউরোপের বাজারে Redmi Note 12 4G-এর একমাত্র ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য হতে পারে ২৭৯ ইউরো (প্রায় ২৪,৪০০ টাকা)। ডিভাইসটি তিনটি কালারে পাওয়া যাবে: অনিক্স গ্রে, মিন্ট গ্রিন এবং আইস ব্লু।

Tags:    

Similar News