ফ্লিপকার্ট ও অ্যামাজনের দুর্ধর্ষ অফার, Redmi Note 12 5G সবচেয়ে কম দামে কেনার সুযোগ

Update: 2023-10-03 12:54 GMT

আসন্ন উৎসবের মরশুম উপলক্ষে ফ্লিপকার্টের বিগ বিলিয়নস ডে সেল (Big Billion Days Sale) এবং অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale) আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে। এটি স্মার্টফোন, ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার ইত্যাদির মতো ইলেকট্রনিক ডিভাইস সহ বিভিন্ন প্রোডাক্টের ওপর ব্যাপক ডিসকাউন্ট এবং সেরা ডিল অফার করবে বলে আশা করা হচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মগুলি কিছু প্রোডাক্টের ওপর পেতে চলা ছাড় ইতিমধ্যেই শেয়ার করতে শুরু করেছে। গত আগস্টে ভারতে লঞ্চ হওয়া Redmi Note 12 5G হল সেই ফোনগুলির মধ্যে একটি, যা অ্যামাজন ও ফ্লিপকার্ট-এর সেলে আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। আসুন এই ফোনটির মূল্য, সেল অফার এবং স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Redmi Note 12 5G-এর মূল্য এবং উপলব্ধতা

গত আগস্ট মাসে উন্মোচিত রেডমি নোট ১২ ৫জি ফোনটির ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের বর্তমানে দাম ১৫,৯৯৯ টাকা। তবে অ্যামাজন দ্বারা শেয়ার করা প্রোমোশনাল ইমেজ অনুসারে, এই ভ্যারিয়েন্টটি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন মাত্র ১৩,৯৯৯ টাকার কার্যকরী মূল্যে কেনা যাবে৷ অন্যদিকে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে রেডমি নোট ১২-এর ৪জি সংস্করণটি ১,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং অন্যান্য ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ মাত্র ১০,৭৯৯ টাকায় মিলবে। রেডমি নোট ১২ ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং মিস্টিক ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে।

Redmi Note 12 5G-এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১২ ৫জি-তে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা সহ এসেছে৷ ডুয়েল ন্যানো সিম-সাপোর্টেড রেডমি নোট ১২ ৫জি-তে ৬ ন্যানো ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপের সাথে অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ, সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ ইনবিল্ট স্টোরেজ অফার করে। এটি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 12 5G-তে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। আর ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12 5G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর ধুলো এবং জল প্রতিরোধের জন্য, এক রেডমি ফোনটি আইপি৫৩ (IP53) রেটিং প্রাপ্ত চ্যাসিস অফার করে।

Tags:    

Similar News