Redmi Note 12S: জমজমাট ফিচার্স রেডমির নতুন ফোনে, মন কাড়ার মতো কী কী থাকবে দেখুন

Update: 2023-04-05 09:26 GMT

রেডমি গ্লোবাল মার্কেটে তাদের জনপ্রিয় Note 12 সিরিজের অধীনে Redmi Note 12 (4G), Note 12 5G, Note 12 Pro এবং Note 12 Pro+ 5G ইতিমধ্যেই লঞ্চ করেছে। বর্তমানে, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি এই লাইনআপে Redmi Note 12S নামে আরেকটি স্মার্টফোন যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এটি আগামী সপ্তাহে বিশ্ববাজারে লঞ্চ হতে পারে। তার আগে, Redmi Note 12S মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) ডেটাবেসে উপস্থিত হয়েছে।

Redmi Note 12S পেল মালয়েশিয়ান SIRIM-এর অনুমোদন

2303CRA44A মডেল নম্বর সহ রেডমি নোট ১২এস ফোনটি মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে এই তালিকায়, মডেল নম্বর ছাড়া ফোনটির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু ইতিমধ্যেই অনলাইনে নোট ১২এস-এর স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। এটি গত বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়া পূর্বসূরি নোট ১১এস-এর নতুন ভ্যারিয়েন্ট হতে পারে বলে অনুমান। যদিও নতুন মডেলে কিছু পরিবর্তন করা হবে বলে আশা করা যায়। যেমন এটি আগের তুলনায় দ্রুততর চার্জিং ক্ষমতা অফার করবে এবং ডেপ্থ ক্যামেরা নাও থাকতে পারে।

যেটুকু খবর, রেডমি নোট ১২এস-এ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং মসৃণ ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে৷ এতে হেলিও জি৯৬ চিপসেট দেওয়া হতে পারে। সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন মিলতে পারে। নোট ১২এস সম্ভবত লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে।

এছাড়া, Redmi Note 12S-এর পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 12S-এ ৬৭ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News