200MP ক্যামেরার সঙ্গে তুখোড় সব ফিচার্স, বিশ্ববাজারে ঝড় তুলবে Redmi-র নয়া ফোন

Update: 2023-10-30 08:35 GMT

শাওমি (Xiaomi) সম্প্রতি শোরগোল ফেলে Redmi Note 13 সিরিজ চীনে লঞ্চ করেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ নামে তিনটি ফিচার-সমৃদ্ধ মডেল রয়েছে। এখনও চীনের বাইরে লঞ্চ না হলেও, Redmi Note 13 সিরিজের আন্তর্জাতিক সংস্করণ সম্পর্কে নানা তথ্য ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। আর এখন 'Pro' মডেলটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সাইটে উপস্থিত হয়ে খুব তাড়াতাড়িই গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দিয়েছে।

Redmi Note 13 Pro গ্লোবাল FCC সাইটে হাজির

2312DRA50G মডেল নম্বর সহ রেডমি নোট ১৩ প্রো গ্লোবাল মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন সার্টিফিকেশন ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। ফোনটি যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে, তা এই খবর থেকেই আন্দাজ করা যায়। এফসিসি লিস্টিং থেকে জানা গেছে যে, রেডমি নোট ১৩ প্রো চীনা মডেলের মতো বড় ৫,০২০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম লঞ্চ হয়ে গেলেও, রেডমি নোট ১৩ প্রো অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর মিউ১৪ (MIUI 14) সফটওয়্যারে চলবে বলেই মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে, গ্লোবাল মডেলটি চীনা ভার্সনের কতটা পার্থক্য থাকবে। চলুন এটি কেমন হতে পারে তার ধারণা পেতে চীনা ভার্সনের স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Redmi Note 13 Pro-এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১৩ প্রো-এর চীনা সংস্করণে ১.৫কে রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে৷ এছাড়াও, এই স্ক্রিনটি ১,৮০০ নিটের পিক ব্রাইটনেস, ডলবি ভিশন সাপোর্ট করে এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। রেডমি নোট ১৩ প্রো শক্তিশালী পারফরম্যান্সের জন্য অ্যাড্রেনো ৭১০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসরের সাথে এসেছে।

ফটোগ্রাফির জন্য, Redmi Note 13 Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সহ এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 13 Pro-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। ফোনটিতে উৎকৃষ্ট মানের অডিওর জন্য ডলবি অ্যাটমস সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ বিদ্যমান। এছাড়া Note 13 Pro-এ অতিরিক্ত সুরক্ষার জন্য, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। প্রসঙ্গত, Redmi Note 13 Pro+ মডেলটিও কয়েক দিন আগে এফসিসি সাইটে হাজির হয়েছিল।

Tags:    

Similar News