200MP ক্যামেরার পর এবার Redmi Note 13 Pro+ এর প্রসেসরের নামও নিশ্চিত হয়ে গেল
রেডমি (Redmi) আগামী ২১ সেপ্টেম্বর Note সিরিজের নতুন পরবর্তী প্রজন্মের মডেলগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। নতুন Redmi Note 13 সিরিজে Note 13, Note 13 Pro এবং হাই-এন্ড Note 13 Pro+ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি ইতিমধ্যেই টিজারের মাধ্যমে এই ফোনগুলির বেশ কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। আর এখন অফিসিয়াল লঞ্চের আগেই টপ-এন্ড Redmi Note 13 Pro+ মডেলটি Dimensity 7200 Ultra চিপের সাথে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে।
Redmi Note 13 Pro+ হাজির Geekbench প্ল্যাটফর্মে
23090RA98C মডেল নম্বর সহ রেডমি নোট ১৩ প্রো প্লাস গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংয়ে উল্লেখিত তথ্যগুলি ইঙ্গিত করে যে, স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত হবে, যা রেডমি ইতিমধ্যেই টিজারের মাধ্যমে নিশ্চিত করেছে। জানিয়ে রাখি, এই চিপসেটে অক্টা-কোর আর্কিটেকচার রয়েছে এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রসেস নোডের ওপর ভিত্তি করে নির্মিত।
চিপটিতে দুটি এআরএম কর্টেক্স কোর এ৭১৫ কোর ২.৮ গিগাহার্টজে এবং ছয়টি কর্টেক্স এ৫১০ কোর ২ গিগাহার্টজে রান করে। চিপসেটে গ্রাফিক্সের জন্য মালি-জি৬১০ জিপিইউ-ও যুক্ত রয়েছে। এছাড়াও, রেডমি নোট ১৩ প্রো প্লাস-এ এল পিডিডিআর৪এক্স র্যাম এবং পিডিডিআর৫ র্যাম - উভয়ের জন্যই সাপোর্ট রয়েছে।
এছাড়াও গিকবেঞ্চ প্রকাশ করেছে যে, নোট ১৩ প্রো প্লাস অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম চলবে এবং ১৬ জিবি র্যাম পাওয়া যাবে। এটি সম্ভবত এই রেডমি ফোনের সর্বোচ্চ র্যাম ভ্যারিয়েন্ট হবে এবং কোম্পানি ৮ জিবি র্যাম মডেলও বাজারে আনতে পারে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, রেডমি নোট ১৩ প্রো প্লাস গিকবেঞ্চ-এর সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১,১২২ এবং ২,৬৩৬ পয়েন্ট স্কোর করেছে।
Redmi Note 13 Pro+এ এফ/১.৬৫ অ্যাপারচার সহ ২০০ মেগাপিক্সেলের Samsung HP3 ১/১.৪ ইঞ্চির ক্যামেরা সেন্সর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Note 13 Pro+-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ২,৭১২ x ১,২২০ পিক্সেল রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে বলে মনে করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, হ্যান্ডসেটটিতে ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকতে পারে।