ব্যাঙ্ক অফার ছাড়াই 8000 টাকা সস্তা হল Samsung Galaxy A55 5G, রয়েছে একাধিক AI ফিচার
স্যামসাং গ্যালাক্সি A55 5G স্মার্টফোনের 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কোম্পানির ওয়েবসাইটে 42,999 টাকায় তালিকাভুক্ত আছে, যেখানে ফ্লিপকার্টে Samsung Galaxy A55 5G ভ্যারিয়েন্টটি মাত্র 35,695 টাকায় কেনা যাবে।
স্যামসাংয়ের এ সিরিজের শক্তিশালী স্মার্টফোন Galaxy A55 5G এখন প্রায় ৮ হাজার টাকা ছাড়ে কেনার সুযোগ রয়েছে। ডিভাইসটি ফ্ল্যাট ছাড়ের সাথে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে তালিকাভুক্ত আছে। মজার বিষয় হল, ছাড়ের পর ফোনের 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এত কম দামে পাওয়া যাচ্ছে যে 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের তুলনায় সস্তা হয়ে উঠেছে।
আর Samsung Galaxy A55 5G এর মূল আকর্ষণের মধ্যে রয়েছে গ্যালাক্সি এআই ফিচার। যার মধ্যে পাওয়া যাবে সার্কেল-টু-সার্চ, এআই অ্যাসিস্ট এবং এআই ইমেজ এডিটিং টুল ইত্যাদি। এই ফোনে মেটাল ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেল দেখা যাবে। এতে রয়েছে বিশেষ ক্যামেরা ফিচার এবং লো-লাইট ফটোগ্রাফির জন্য বড় পিক্সেল সেন্সর।
বিশেষ ছাড়ে গ্যালাক্সি A55 5G কিনুন
স্যামসাং গ্যালাক্সি A55 5G স্মার্টফোনের 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কোম্পানির ওয়েবসাইটে 42,999 টাকায় তালিকাভুক্ত আছে, যেখানে ফ্লিপকার্টে এই ভ্যারিয়েন্টটি মাত্র 35,695 টাকায় কেনা যাবে। এছাড়াও ফিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের সাহায্যে পেমেন্ট করলে 1950 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়াও এই ডিভাইসটি কিনলে ক্রেতারা বিশেষ কিছু অফার পাবেন। যেমন সিএমএফ চার্জার কিনলে 700 টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও Nothing Cable-এ 100 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
গ্যালাক্সি A55 5G এর স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি A55 5G ডিভাইসের সামনে 6.6-ইঞ্চি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেখা যাবে, যা গরিলা গ্লাস ভিক্টাস + দ্বারা সুরক্ষিত। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট ও 1000 নিট ব্রাইটনেস অফার করে। এটি এক্সিনস 1480 প্রসেসর দ্বারা চালিত। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ানইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।
ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা মডিউল উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসের 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।