ছোট্ট ভুলে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy A55-এর ক্যামেরা, ব্যাটারির সমস্ত খুঁটিনাটি
Samsung Galaxy A-সিরিজের বেশ কিছু স্মার্টফোন শীঘ্রই বাজারে আসতে চলেছে, যার মধ্যে একটি হল Samsung Galaxy A55। ইতিমধ্যেই ফোনটির একাধিক বৈশিষ্ট্য ফাঁস হয়েছে। আর এখন বেলজিয়ামের একটি টেলিকম কোম্পানি ভুল করে Samsung Galaxy A55-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করে ফেলেছে, যা আগামী ১১ মার্চ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে।
Samsung Galaxy A55-এর স্পেসিফিকেশন
বেলজিয়ামের টেলিকম কোম্পানিটি প্রকাশ করেছে যে, স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ফোনটি কোম্পানির নিজস্ব এক্সিনস ১৪৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি দৈনন্দিন ব্যবহার এবং মাল্টিমিডিয়ার জন্য একটি সক্ষম প্রসেসর। যদিও টেলিকম সংস্থার লিস্টিংয়ে ৬ জিবি র্যামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, তবে আগের রিপোর্টগুলি মসৃণ মাল্টিটাস্কিংয়ের জন্য ১২ জিবি পর্যন্ত র্যাম মিলবে বলে ইঙ্গিত দিয়েছে। স্টোরেজ ১২৮ জিবি থেকে শুরু এবং মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ৫৫-এর ডিসপ্লেটি পূর্বসূরি স্যামসাং গ্যালাক্সি এ৫৪-এর তুলনায় উন্নততর হবে বলে মনে করা হচ্ছে। এটি ভাইব্র্যান্ট ভিজ্যুয়াল এবং প্রশস্ত ভিউয়িং অ্যাঙ্গেলের জন্য বড় ৬.৬ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল অফার করবে। ডিসপ্লের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে।
নতুন Samsung Galaxy A55-এ আগের মডেলের মতোই ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অবস্থান করবে। এটি বিভিন্ন ফটোগ্রাফির চাহিদা পূরণ করতে সক্ষম হবে৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে বলেও জানা গেছে।
পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Samsung Galaxy A55 আগের A-সিরিজের ফোনের মতোই ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি বজায় রাখবে, যা দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করে। তবে ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে, যা নতুন ফিচারগুলিতে অ্যাক্সেস প্রদান করবে। উল্লেখ্য, বেলজিয়ামের টেলিকম কোম্পানিটি দাম বাদে Samsung Galaxy A55-এর বিষয়ে বেশিরভাগ তথ্যই প্রকাশ করেছে।