আগামী সপ্তাহে ভারতে আসছে Samsung Galaxy A55 ও Galaxy A35, দাম কত হবে
হালফিলে একটি ইউরোপীয় টেলিকম অপারেটর প্ল্যাটফর্মে আপকামিং Samsung Galaxy A55 স্মার্টফোনকে তালিকাভুক্ত হতে দেখা যায়। যা স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল যে, ডিভাইসটি শীঘ্রই ইউরোপের বাজারে লঞ্চ হতে চলেছে। এখন আবার একটি জনপ্রিয় ই-রিটেলার ওয়েবসাইটে Galaxy A55 মডেলটি উপস্থিত হয়েছে। শুধু তাই নয় Galaxy A35 নামের আরেকটি আসন্ন হ্যান্ডসেটও এই একই পোর্টালে তালিকাভুক্ত হয়েছেক। যার দরুন উভয় ফোনের দাম এবং কালার ভ্যারিয়েন্ট সংক্রান্ত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি আগামী ১১ই মার্চ ভারতে Samsung Galaxy A55 এবং Galaxy A35 স্মার্টফোন দুটি লঞ্চ করার কথা সম্প্রতি ঘোষণা করেছিল। অতএব প্রকাশ্যে আসা ডিভাইস দুটির দাম থেকে, এদেশে ফোনগুলির সম্ভাব্য বিক্রয় মূল্যের একটা আন্দাজ পাওয়া যাবে।
ইউরোপের বাজারে Samsung Galaxy A55 এবং Galaxy A35 স্মার্টফোনের বিক্রয় মূল্য ফাঁস হল
স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং গ্যালাক্সি এ৩৫ স্মার্টফোন দুটি সম্প্রতি জার্মান ওট্টো রিটেল ওয়েবসাইটে জায়গা পায়। যার দরুন মনে করা হচ্ছিলো, সংস্থাটি চুপিচুপি হয়তো হ্যান্ডসেটগুলিকে লঞ্চ করে দিয়েছে। যদিও কিছু সময় পরই ওয়েবসাইট থেকে ফোন দুটির ডেডিকেটেড পেজ তথা লিস্টিংটি সরিয়ে নেওয়া হয়। তবে ততক্ষনে গ্যালাক্সি এ৫৫ এবং গ্যালাক্সি এ৩৫ মডেলের কালার বিকল্প এবং স্টোরেজ কনফিগারেশন সহ দাম অনলাইনে ভাইরাল হয়ে যায়।
উক্ত রিটেলার ওয়েবসাইটের লিস্টিং অনুসারে, Samsung Galaxy A55 স্মার্টফোন - লেমন, লিলাক, আইস ব্লু, এবং নেভি ব্লু কালার বিকল্পের সাথে লঞ্চ হবে। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৭৯ ইউরো (প্রায় ৪২,৯০০ টাকা) রাখা হবে। আর উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ধার্য করা হবে ৫২৯ ইউরো (প্রায় ৪৭,৪০০ টাকা)।
Samsung Galaxy A35 মডেলটি Galaxy A55 ফোনের অনুরূপ কালার ও স্টোরেজ কনফিগারেশন অফার করবে। এক্ষেত্রে এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস সংস্করণ ৩৭৯ ইউরো (প্রায় ৩৪,০০০ টাকা) এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৪৪৯ ইউরো (প্রায় ৪০,২০০ টাকা) মূল্যে পাওয়া যাবে।
প্রসঙ্গত, ই-রিটেলার প্ল্যাটফর্মের মাধ্যমে ডিভাইসগুলির স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি, এই একই কনফিগারেশনের সাথে কয়েকদিন আগেই ফোন দুটিকে বেলজিয়ামের টেলিকম অপারেটরের পোর্টালেও তালিকাভুক্ত হতে দেখা গিয়েছিল। উভয় মডেলই ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR প্রযুক্তি সমর্থন করবে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য Samsung Galaxy A55 ফোনে এক্সিনস ১৪৮০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার Galaxy A35 মডেলটি আসবে এক্সিনস ১৩৮০ চিপসেট সহ। উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যদিও হ্যান্ডসেট দুটির সহায়ক সেন্সরগুলির রেজোলিউশন ভিন্ন থাকবে বলে জানা গেছে।