Samsung Galaxy A55 ভালো ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা ও 12 জিবি র‌্যাম সহ আসছে, পেল SIRIM থেকে ছাড়পত্র

Update: 2024-02-24 02:58 GMT

স্যামসাং শীঘ্রই তাদের A-সিরিজের অধীনে Samsung Galaxy A55 স্মার্টফোনটি বাজারে আনতে চলেছে৷ যদিও, এখনও দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি এই ফোনের সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি, তবে ডিভাইসটির সম্পর্কে একাধিক তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। এটিকে বিভিন্ন পাবলিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও দেখা গেছে। আবার এখন, Samsung Galaxy A55 এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে এটি খুব শীঘ্রই মালয়েশিয়ার বাজারে লঞ্চ হতে পারে। A-সিরিজের হ্যান্ডসেটটির সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য জানা গেছে, চলুন দেখে নেওয়া যাক।

Samsung Galaxy A55 পেল SIRIM-এর সার্টিফিকেশন

SM-A556E/DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ফোনটি স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ মালয়েশিয়া সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। তবে, অনলাইন ডেটাবেসটি ফোনটির স্পেসিফিকেশন সংক্রান্ত কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ইতিমধ্যেই, এই ডিভাইসটি চীনের টেনা (TENAA), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC), চীনের এমআইআইটি (MIIT), মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) এবং ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) সহ একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে।

সম্প্রতি, একটি লাইভ ছবির মাধ্যমে আসন্ন স্যামসাং গ্যালাক্সি এ৫৫-এর ডিজাইনটি প্রকাশ্যে এসেছে এবং এর কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কেও জানা গেছে। ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি অবস্থান করতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৫৫-এ সম্ভবত স্যামসাংয়ের এক্সিনস ১৪৮০ প্রসেসরটি ব্যবহার করা হবে, যার সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত থাকবে।

শোনা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি Samsung Galaxy A55-কে একাধিক আকষর্ণীয় কালার অপশনে লঞ্চ করবে, এর মধ্যে রয়েছে অসাম আইস ব্লু, অসাম লাইল্যাক, এবং অসাম নেভি ব্লু। এর অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি, কিন্তু Galaxy A55 সম্ভবত আগামী মাসের কোনও এক সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News