Samsung-র জনপ্রিয় স্মার্টফোনের নতুন ভার্সন বাজারে পা রাখছে, লঞ্চের আগেই দাম ফাঁস হল
গত বছর জানুয়ারি মাসে স্যামসাং (Samsung) তাদের S-সিরিজের লেটেস্ট FE মডেল, Samsung Galaxy S21 FE-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। এই তুলনামূলক সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ-গ্রেড হ্যান্ডসেটটি অঞ্চলের ওপর ভিত্তি করে স্যামসাংয়ের ইন-হাউস Exynos 2100 প্রসেসর এবং Qualcomm-এর Snapdragon 888 চিপসেটের সাথে দুটি সংস্করণে লঞ্চ হয়েছিল। গ্লোবাল মার্কেটে উপলব্ধ হওয়ার দেড় বছরেরও বেশি সময় পর এবার দক্ষিণ কোরিয়ায় সংস্থাটি ভারতের বাজারে Galaxy S21 FE-এর Snapdragon 888 চিপসেট সংস্করণটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এদেশে ইতিমধ্যেই Exynos 2100 প্রসেসর ভ্যারিয়েন্টটি উপলব্ধ রয়েছে। আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগে এখন, একটি নতুন রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy S21 FE-এর নয়া চিপসেট সংস্করণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে৷
প্রকাশ্যে এল Samsung Galaxy S21 FE-এর কালার অপশন ও দাম
দ্যটেকআউটলুক আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি-এর স্ন্যাপড্রাগন ৮৮৮ মডেলের কিছু মার্কেটিং মেটিরিয়ালের ছবি শেয়ার করেছে। এই মেটিরিয়ালগুলি আসন্ন মিড-রেঞ্জারকে বিশদভাবে প্রদর্শন করার পাশাপাশি এর বিক্রয় মূল্যের তথ্যও প্রকাশ করেছে। এছাড়া ছবিগুলিতে ল্যাভেন্ডার, নেভি ব্লু, গ্রাফাইট এবং অলিভ গ্রিনের মতো কালার অপশনগুলির সাথে গ্যালাক্সি এস২১ এফই ৫জি-এর সমস্ত লঞ্চ-ডে কালার ভ্যারিয়েন্টগুলিকে দেখা গেছে।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, স্যামসাং ভারতে গ্যালাক্সি এস২১ এফই ৫জি-এর নতুন সংস্করণটি ৪৯,৯৯৯ টাকায় বিক্রি করবে। তবে এই দামটি এই মুহূর্তে অবিশ্বাস্য বলে মনে হতে পারে, কেননা বাজারে ইতিমধ্যেই ৫০,০০০ টাকার কম দামে এমন একাধিক স্মার্টফোন উপলব্ধ রয়েছে যা স্ন্যাপড্রাগন ৮৮৮-এর থেকে নতুন ও অধিক শক্তিশালী। কোম্পানি সম্ভবত ৩০,০০০-৪০,০০০ টাকার রেঞ্জের মধ্যেই ফোনটিকে বাজারজাত করবে, তবে এই প্রাইস রেঞ্জটিও খানিকটা বেশি, কেননা এটি ২০২১ সালের প্রথম দিকের একটি স্মার্টফোন যা গ্লোবাল গ্যালাক্সি এস২১ এফই-এর মতোই হার্ডওয়্যার সমন্বিত।
Samsung Galaxy S21 FE-এর স্পেসিফিকেশন
যেহেতু ডিভাইসটি ইতিমধ্যেই ১৮ মাস ধরে পাওয়া যাচ্ছে, তাই এর হার্ডওয়্যার স্পেসিফিকেশনগুলি অজানা নয়। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে, যার মধ্যে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যায়।
Samsung Galaxy S21 FE-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৫জি সংযোগ সহ স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ২৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। Galaxy S21 FE-এর নতুন মডেলটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫ (One UI 5) সফ্টওয়্যার ভার্সনে রান করবে। এই হ্যান্ডসেটটিকে ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1)-এ শীঘ্রই আপডেট করাও হতে পারে।
উল্লেখ্য, স্যামসাং ইতিমধ্যেই ভারতে Galaxy S21 FE বিক্রি করছে, কিন্তু এটি এক্সিনস ২১০০ প্রসেসর দ্বারা চালিত, যেখানে গ্লোবাল সংস্করণটি স্ন্যাপড্রাগন ৮৮৮-এর সাথে লঞ্চ হয়েছিল। তাই এটি কিছুটা অদ্ভুত যে স্যামসাং এখন এটিকে ভারতে আনার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে যখন মিডরেঞ্জ Nothing Phone (2)-এর মতো শক্তিশালী স্মার্টফোনগুলি আগামী সপ্তাহেই এদেশে পা রাখতে চলেছে।