আজকের সবচেয়ে বড় অফার, Samsung এর 5G ফোনে 30 হাজার টাকা ডিসকাউন্ট, রয়েছে 108MP ক্যামেরা
গত বছরের শুরুতে Samsung তাদের Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছিল। এই সিরিজের অধীনে মোট তিনটি প্রিমিয়াম ফোন মার্কেটে পা রেখেছিল - Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra। এগুলির মধ্যে সবচেয়ে দামি হ্যান্ডসেটটি হল Samsung Galaxy S22 Ultra 5G। সেক্ষেত্রে আপনি যদি আজ লক্ষাধিক টাকা মূল্যের এই স্মার্টফোনটিকে বেশ খানিকটা সস্তায় কিনতে আগ্রহী হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার অবশ্যই একবার খুব ভালো করে পড়ে নেওয়া উচিত। আসলে আজ জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এর ডিল অফ দ্য ডে (Deal of the Day) অফারের আওতায় Samsung-এর এই ধামাকাদার 5G হ্যান্ডসেটটিকে ইউজাররা আসল দামের তুলনায় অনেকটাই সস্তায় কিনতে সক্ষম হবেন।
আজ Amazon থেকে বিশাল ছাড়ে কিনে নিন লক্ষাধিক টাকা মূল্যের Samsung Galaxy S22 Ultra 5G
আপনাদেরকে জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ৫জি ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১,৩১,৯৯৯ টাকা। তবে আজ অ্যামাজন কর্তৃক প্রদত্ত বিশেষ অফারের সুবাদে ১৯ শতাংশ ছাড়ের দরুন ডিভাইসটি ১,০৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। আবার, যে-কোনো ব্যাংকের কার্ড মারফত পেমেন্ট করলে অতিরিক্ত ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তদুপরি, পুরোনো কোনো ফোন এক্সচেঞ্জ করে উক্ত হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে ১৮,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে সংস্থাটি। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ।
Samsung Galaxy S22 Ultra 5G-র ফিচার এবং স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ৫জি ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন সহ ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস (৩,০৮৮ ×১,৪৪০ পিক্সেল) ২এক্স অ্যামোলেড ডিসপ্লে, যা ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০% ডিসিআই-পি৩ (DCI-P3) কালার কভারেজ, ১,৭৫০ নিটস পিক ব্রাইটনেস, এবং এইচডিআর১০+ (HDR10+) টেকনোলজি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ডিভাইসটির স্ক্রিনের মধ্যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Snapdragon 8 Gen 1) প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S22 Ultra 5G ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম এবং এফ/২.৫ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং ১০এক্স অপটিক্যাল জুম এবং এফ/৪.৯ অ্যাপারচার সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৪০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার দেখা মিলবে। এস পেন (S Pen) সাপোর্ট সহ আসা এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিনে রান করে।