উৎসবের মরসুমে গিফ্ট হিসেবে সেরা! 9 হাজারের কমে মিলছে Samsung, Motorola-র এই ফোনগুলি

Update: 2024-04-11 08:01 GMT

একদিকে ঈদ, অন্যদিকে চড়ক, পয়লা বৈশাখ ও বাসন্তী নবরাত্রি – পরপর নানা পার্বণ-উপলক্ষে বাঙালির এই গোটা সপ্তাহ জমজমাট! সেক্ষেত্রে এই উৎসবের মুখে দাঁড়িয়ে আপনি যদি কাউকে উপহার দেওয়ার জন্য কম দামে সেরা একটি ব্র্যান্ডেড স্মার্টফোন কিনতে চান, তাহলে Flipkart-এর কিছু অফার মিস করাটা কিন্তু একদমই ঠিক হবেনা। আসলে ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্মটি এখন 9 হাজার টাকারও কম দামে Samsung ও Motorola-র স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে, এমনকি আপনি সবচেয়ে সস্তায় মাত্র 5,999 টাকা দিয়ে 5000mAh ব্যাটারির ফোন হাতে পেয়ে যাবেন।

শুধু তাই নয়, এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে ফোন কিনলে মোটা টাকার ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি দুর্দান্ত ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং ইএমআই স্কিম কাজে লাগানো যাবে। তবে বেশি খোঁজাখুঁজির প্রয়োজন নেই, এই প্রতিবেদনে আপনার জন্য রইল সেরা চার-চারটি অফারের হদিশ।

উৎসবের মরসুমে Flipkart এই ফোনগুলি সস্তায় বেচছে

১. Motorola G04: বর্তমানে ফ্লিপকার্টে এই ফোনের 4 জিবি ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 6,999 টাকায় লিস্টেড্। এক্ষেত্রে নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাক থেকে শুরু করে 1,000 টাকার এক্সট্রা ডিসকাউন্ট মিলবে, সাথে থাকবে 5,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা।

এতে আছে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, ইউনিসক টি606 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি, 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমস-টিউনড্ সিঙ্গেল স্টেরিও স্পিকার।

২. Motorola G24 Power: এই ফোনের 4 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 7,999 টাকায় কেনা যাবে। এতেও 5% ক্যাশব্যাক থেকে শুরু করে 1,000 টাকার ব্যাঙ্ক অফার এবং 7,400 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা উপলব্ধ।

মোটোরোলার এই স্মার্টফোনটি 90 হার্টজ 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 6,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

৩. Samsung Galaxy F04: ফ্লিপকার্টে 4 জিবি ও 64 জিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোনটিও 7,999 টাকায় উপলব্ধ। এটি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাক পাবেন, মিলবে 757 টাকার মাসিক ইএমআই স্কিমও। তবে কোনো এক্সচেঞ্জ অফার এক্ষেত্রে কাজে লাগানো যাবেনা।

এটিতে 6.5 ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি35 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

৪. Samsung Galaxy A05: এই স্মার্টফোনের 4 জিবি ও 64 জিবি স্টোরেজ সংস্করণটি এখন ন্যূনতম 8,999 টাকায় কেনা যাবে। সাথে থাকবে 5% ক্যাশব্যাক থেকে 500 টাকা অবধি ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা। এতেও কোনো এক্সচেঞ্জ অফার নেই।

ফোনটিতে বর্তমান 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

Tags:    

Similar News