টাচ স্ক্রিন সহ Sony HT S400 সাউন্ডবার ভারতে লঞ্চ হল, দাম কত দেখে নিন

By :  techgup
Update: 2022-08-23 15:14 GMT

ওয়্যারলেস সাবউফার সহ ভারতে পা রাখলো Sony সংস্থার নতুন সাউন্ডবার, যার নাম HT-S400। নতুন ৩৩০ ওয়াটের এই সাউন্ডবারটি ডলবি ডিজিটাল অডিও টেকনোলজি এবং এস -ফোর্স প্রো ফ্রন্ট সারাউন্ড (S-Force PRO Front Surround)- এর সাথে এসেছে। তাছাড়া এর সামনের দিকে রয়েছে একটি ছোট ওলেড স্ক্রিন ডিসপ্লে। যার মাধ্যমে নির্বাচিত মোড এবং ফাংশন দেখা যাবে। চলুন দেখে নেওয়া যাক নতুন এই Sony HT-S400 সাউন্ডবারের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sony HT-S400 সাউন্ডবারের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে সনি এইচটি - এস৪০০ সাউন্ডবারের দাম ধার্য করা হয়েছে ২১,৯৯০ টাকা। সংস্থার নিজস্ব রিটেইল আউটলেট ছাড়াও বিভিন্ন ই-কমার্স সাইট প্লাটফর্ম থেকেও কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই সাউন্ডবার।

Sony HT-S400 সাউন্ডবারের ফিচার এবং স্পেসিফিকেশন

নবাগত সনি এইচটি - এস৪০০ সাউন্ডবারের ফিচার প্রসঙ্গে বলতে গেলে এতে রয়েছে এস -ফোর্স প্রো ফ্রন্ট সারাউন্ড (S-Force PRO Front Surround) সহ হাই কোয়ালিটি ডলবি ডিজিটাল টেকনোলজি। তার সাথে থাকছে সংস্থার নিজস্ব ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড টেকনোলজি। তাছাড়া এর সামনের দিকে একটি স্পিকার থাকলেও সাউন্ডবারটি সনি ডিজিটাল সাউন্ড প্রসেসিং টেকনোলজির মাধ্যমে চারপাশ দিয়ে অডিও সরবরাহ করতে সক্ষম। তদুপরি স্বচ্ছ এবং মনোরম সাউন্ড কোয়ালিটি অফার করার জন্য এই অডিও ডিভাইসটি এক্স ব্যালেন্স স্পিকার ইউনিট এবং এজ স্পিকার ইউনিটের সাহায্য নেবে।

আগেই বলা হয়েছে, Sony HT-S400 সাউন্ডবারের সাথে দেওয়া হয়েছে একটি ওয়্যারলেস সাবউফার, যা বড় আকারের ১৬০ এমএম স্পিকার ইউনিটের সাথে এসেছে। তাছাড়া এর সামনের দিকে রয়েছে একটি ওলেড ডিসপ্লে উইন্ডোজ, যার মাধ্যমে রিমোট কন্ট্রোল ফাংশন যেমন ইনপুট সোর্স, ভলিউম, সাউন্ড সেটিং, সাউন্ড ফিল্ড, ভয়েস মোড, নাইট মোড ইত্যাদি দেখা যাবে। সবশেষে জানাই, সাউন্ডবারটির কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে ব্লুটুথ, এইচডিএমআই এআরসি এবং অপটিক্যাল ইনপুট।

Tags:    

Similar News