Sony Xperia: বাজার কাঁপাবে সনির নতুন স্মার্টফোন, থাকছে 50+48+50MP ক্যামেরা

Update: 2024-05-10 13:23 GMT

Sony Xperia 1 VI স্মার্টফোনটি আগামী ১৫ মে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে সনি। এই হ্যান্ডসেটটিকে নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। আর এখন আনুষ্ঠানিক লঞ্চের মাত্র কয়েকদিন আগে Sony Xperia 1 VI ফোনের কয়েকটি প্রোমোশনাল ইমেজ অনলাইনে ফাঁস হয়েছে, যা এর ক্যামেরা সম্পর্কিত কিছু তথ্য সহ অনেকগুলি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে, চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Sony Xperia 1 VI ফোনের তিনটি ক্যামেরাতেই LYTIA সেন্সর থাকবে

এইচটি ফেলিক্স দ্বারা শেয়ার করা সনি এক্সপেরিয়া ১ ভিআই ফোনের প্রোমোশনাল ইমেজগুলি এর সবকটি ক্যামেরা সেন্সরের বিবরণ প্রকাশ করেছে৷ উল্লেখ্যযোগ্যভাবে, এক্সপেরিয়া ১ ভিআই এবং এক্সপেরিয়া ১০ ভিআই একই ক্যামেরা সেন্সর অফার করবে বলে মনে করা হচ্ছে, তবে উভয় ফোনে সেন্সরগুলির ব্যবহার ভিন্ন হবে।

এক্সপেরিয়া ১ ভিআই ফোনে প্রাইমারি ক্যামেরা হিসাবে ২৪ মিমি ফোকাল লেন্থ সহ ৪৮ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৮০০ ১/১.৪ ইঞ্চির সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর প্রধান ক্যামেরার সাথে ১৬ মিমি ফোকাল লেন্থ ও ১/২ ইঞ্চি সেন্সর সাইজ সহ ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি৬০০ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৮৫-১৬০ মিমি ফোকাল লেন্থ সহ ৫০ মেগাপিক্সেলের এলওয়াইটি৫০০ ১/২.৯ ইঞ্চির টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। জানিয়ে রাখি, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরাগুলি পূর্বসূরির ১২ মেগাপিক্সেলের সেন্সরের থেকে উল্লেখযোগ্য আপগ্রেড হবে।

তুলনামূলকভাবে, Sony Xperia 10 VI ফোনের প্রধান এবং আল্ট্রাওয়াইড ক্যামেরায় যথাক্রমে Sony LYT600 এবং Sony LYT500 সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, জেইস টি* (Zeiss T*) কোটিং Xperia 1 VI-এর জন্য এক্সক্লুসিভ থাকতে পারে। এর আগে ফাঁস হওয়া প্রচারমূলক চিত্রগুলি প্রকাশ করেছে যে, Sony Xperia 1 VI মডেলে একটি "এক্সমোর টি ফর মোবাইল" ইমেজ সেন্সর থাকবে, যা Sony LYT800 সেন্সরের ওপর ভিত্তি করে তৈরি হতে পারে।

এছাড়া, Sony Xperia 1 VI ফোনটিতে ১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ওলেড (OLED) থাকবে বলে আশা করা হচ্ছে, যা গত প্রজন্মের Xperia 1 V ফোনের ২১:৯ অনুপাতের সংকীর্ণ ডিসপ্লের থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে৷ ডিসপ্লেটি পূর্বসূরির চেয়ে ১.৫x উজ্জ্বল হবে বলে জানা গেছে। ফাঁস হওয়া প্রোমোশনাল ছবিগুলি একটি উন্নত হিট ডিসপেশন সিস্টেমের ইঙ্গিত দেয়, যা উন্মুক্ত পরিবেশে ক্যামেরা ব্যবহারের সময় সাহায্য করবে। তবে মনে রাখবেন, এই তথ্যগুলি অনানুষ্ঠানিক উৎস মারফৎ সামনে এসেছে, তাই এগুলি Sony Xperia 1 VI-এর চূড়ান্ত মডেলে থাকবে কিনা, তা নিশ্চিতভাবে জানতে লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Tags:    

Similar News